চূর্ণ-বিচূর্ণ ভাবনা থেকে-৪

১। দীর্ঘদিন যাবত প্রচণ্ড চাপে ছিলাম। পরীক্ষার চাপ। সবার মত এই বিষয়টা আমার কাছেও প্রচণ্ড যন্ত্রণার। আচ্ছা শুধু কি পরীক্ষায় অল্প কয়টি পৃষ্ঠাই কি একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে?

২। বাদলের দিনে বৃষ্টির ধারা ঝরে ঝরঝর। টিনের চালের নীচে চোখ বন্ধ করে খাড়া কানে বৃষ্টির সুর শুনি। সুবাহা’ন আল্লাহ! এই সুর কতই না মনোহর।

৩। ব্লগ আমার কাছে এক বুক আনন্দ। আপন চিন্তাশক্তি ও ভাবনার বহিঃপ্রকাশ করার জন্য এর চেয়ে উপযুক্ত মাধ্যম আর কি হতে পারে?

৪। পৃথিবীর যে কোন যুক্তিমূলক কথায় কারো বাবা-মাকে টেনে আনলে এই বিষয়টা কারও বাবা-মায়ের প্রতি অসম্মান করা হয় না। এমনকি তারা যদি মৃতও হয়। যদিও বিষয়টা আপনার হৃদয়ে আঘাত দিবে কিন্তু যুক্তির খাতিরে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে বিষয়টা। আপনি আমাকে কিংবা আমি আপনাকে হাজারটা কথা জিজ্ঞেস করতে পারি শুধুমাত্র যুক্তির খাতিরে। কিন্তু যুক্তি নির্ভর প্রশ্নগুলো যদি আপনি ব্যক্তিগতভাবে নিয়ে নিন তাহলে আপনার মাঝে যা আছে তা বোকামীপনা ছাড়া আর কিছুই না। আবার আপনি যদি তৃতীয় পক্ষ হয়ে বিষয়টা উস্কে দেন তবে আপনি নিঃসন্দেহে একজন অপদার্থ।

৫। যে পরিবেশে থেকে আমরা বেড়ে উঠি সেটা আমাদের কাছে স্বাভাবিক বনে যায়। তখন না পারি স্বাধীনভাবে কিছু ভাবতে না করতে।

৬। কখনও কি মন খুলে আকাশ দেখেছেন? জানালা খুলে আকাশের দিকে মুখ তুলুন কি সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন আকাশ। হৃদয় বিগলিত হবে।

5 thoughts on “চূর্ণ-বিচূর্ণ ভাবনা থেকে-৪

  1. ব্লগ আমার কাছে এক বুক আনন্দ। আপন চিন্তাশক্তি ও ভাবনার বহিঃপ্রকাশ করার জন্য এর চেয়ে উপযুক্ত মাধ্যম আর কি হতে পারে? না পারে না।

  2. আপনার ভাবনা বিশেষকে আত্মস্থ করার চেষ্টা করলাম। 

  3. নিজস্ব ভাবনা শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

  4. শুভেচ্ছা মাহমুদুর রহমান ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।