(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)
এক
তোমার মন
অজানা সততই
গহীন বন।
দুই
সময় কম
তাই তো চলা ধেয়ে
সে হরদম।
তিন
কত না লড়ি
জীবন খেলা ঘরে
সর্বদা হারি।
চার
কৃষক হাসে
নাচে ধানের শীষ
মৃদু বাতাসে।
পাঁচ
বারুদ ঘ্রাণ
জনতাও নির্বাক
হারাবে প্রাণ।
ছয়
এ ভালোবাসা
পেতে কত কি করি
শুধু প্রত্যাশা।
মাত্রা:৫-৭-৫
আপনার কল্যাণে এক ঝাঁক হাইকু পড়লাম মি. সাইদুর রহমান।
পড়লাম। ভালোবাসা কবি সাইদুর রহমান ভাই। অভিনন্দন।
হাইকু'র সাথে পরিচয় ছিলো। অবশ্য দীর্ঘদিন পড়িনি। আজ পড়লাম।
শুভেচ্ছা নিন প্রিয় কবি দা।
অনেক ভাল লাগল। ভিন্ন দেশের কবিতা পড়ে।