বাদলা দুপুর

রুম ঝুমা ঝুম বৃষ্টি ঝরে
নুপূর তালে টিনের চালে।
বৃষ্টি পড়ে দীঘির জলে
টাপুর টুপুর ছন্দতালে।

বাদলা হাওয়া শাখায় শাখায়
আন্দোলিত হরষে।
শাপলা শালুক হাসছে বিলে
ঢেউ এর পরশে।
নতুন পানিতে কৈ মাছেরা
বিহারে পাল তোলে।
নতুন সাজে টেংরা পুঁটি
নাচছে পুচ্ছ তুলে।

ডাহুক পানকৌড়ি কচুরি পানায়
সুরের খেয়া তুলে।
কাক ভেজা পাখিরা সব
করুণ সুর তোলে।
বৃষ্টি ঝরে কচু বনে
কুচ পরোয়া নাই।
ব্যাঙ বাবাজী নাইছে জলে
ঘ্যাঙর ঘ্যাঙর ভাই।

12 thoughts on “বাদলা দুপুর

  1. ছড়া পদ্য পড়লে মন হালকা হয়ে যায়। বোঝাও সাময়িক দূর হয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. হুম , বাচ্চাদের সাথে কিছুটা সময় আমাদের কাটানো দরকার মনে হয় ওরা সহজে হাসতে পারে 

  2. বাদল দিনের শুভেচ্ছা কবি বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. রুম ঝুমা ঝুম বৃষ্টি ঝরে
    নুপূর তালে টিনের চালে।
    বৃষ্টি পড়ে দীঘির জলে
    টাপুর টুপুর ছন্দতালে।

    গীতিকাব্যের মতো হয়েছে আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রিয়াদি ঈদের শুভেচ্ছা রইলো https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।