সুকুমারী একুশে আইন
এখন নাকি চারশো কুড়ি
দ্বারকানাথ কৃষ্ণ দাদা
বাঁশি ফেলে ঘোরায় ছড়ি।
স্কুল কলেজে হেড পন্ডিত
দুষ্টু মিষ্টি ছোট্ট ছেলে
টুঁ করলেই হ্যামবার্গার
দু মিনিটে মেঝেয় ফেলে।
দ্রৌপদীদের কাপড় পরা
চলবেনা রে যখন তখন
কচি কিম্বা বুড়ি যাহোক
মহোল্লাসে বস্ত্রহরণ।
সবুজ সাদার রেশন কার্ডে
ভানুমতীর ম্যাজিক চলে
ঝাঁচকচক দু টাকা চাল
জঙ্গুলে জন কন্দমূলে।
ব্যাঙ্ক লোনের বাড়ি জমিতেও
কয়েকলাখি সেলামী গোঁজা
আয় রোদ্দুর যায় রোদ্দুর
সিন্ডিকেট আবভি রাজা।
নাগাল কেটে সবজি পাতি
হুশহুশিয়ে উড়তে থাকে
পা পিছলে আমজনতা
বাজার রাজের মৃত্যু ফাঁকে।
তোল্লা পেয়ে জেল্লা বাড়ে
ধর্মগুরুর সফেদ ত্বকে
গাঁকগাঁকিয়ে ডিজে মাইক
হৃদরোগীকে চমকে বকে।
আবোলতাবোল মেনল্যান্ডে
গা বাঁচিয়ে আছি তো বেশ
মরবি যদি মর না তোরা
আমার ললিত অচ্ছে এ দেশ।
আয় রোদ্দুর যায় রোদ্দুর সিন্ডিকেট আবভি রাজা।
নাগাল কেটে সবজি পাতি, হুশহুশিয়ে উড়তে থাকে
পা পিছলে আমজনতা, বাজার রাজের মৃত্যু ফাঁকে।
অসাধারণ কবি সৌমিত্র চক্রবর্তী।
যদিও হালকা লিখা তারপরও তো লিখা তাই না।
ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন।
অতূল্য ছড়া বা পদ্য লিখা। অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা প্রিয় ভাই। ভালো থেকো।
দারুণ পদ্য কবি সৌমিত্র ভাইজান।
ধন্যবাদ আর ভালোবাসা আবু সাঈদ আহমেদ ভাই।
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম শ্রদ্ধেয় কবি দাদা।
অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কবি নিতাই বাবু।
ছড়া পদ্য কবিতা তিনটি ক্যাটাগরিতেই সুপার।
শুভেচ্ছা কবিবোন শাকিলা তুবা।