মায়ার পৃথিবী দেবো তোকে মেয়ে। তুই হবি হৃদপিণ্ডে দস্যি বুনোহাঁস! মেয়ে তুই করিস বিচরণ অবাধে সেখানে; তুলিস তুফান! দেহের ভেতর আরেক দেহ পাবি তুই!
ভালবাসার প্রচণ্ড বিলাপে যদি হারাই শ্রবণ, তোর বুক হবে ভাষার কোমল সংকেত! বুঝে নেবো, বুঝে যাবো বুকে রেখে বুক, পরাণ কি চায়; যাচে কিসের ফাগুন! মেয়ে দস্যি যদি হোস তবে হবো বসন্তে আগুন!
জীবন কবিতা সুন্দর কবিতা কবি সুমন আহমেদ।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
ভালোবাসা ভালোবাসা কবি সুমন আহমেদ।
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
মায়ার পৃথিবী দেবো তোকে মেয়ে। দিয়ে দিন মি. সুমন আহমেদ।
মেয়ে দস্যি যদি হোস তবে হবো বসন্তে আগুন! > অপূর্ব কবি সুমন দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া চক্রবর্তী।
শুভেচ্ছা কবি সুমন ভাই।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
শুভেচ্ছার সাথে শুভকামনাও থাকলো শ্রদ্ধেয় কবি দাদা
।
স্বাগতম নিতাই বাবু দা।
মুগ্ধতা কবি।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা।
ধন্যবাদ কবি ফেনা ভাই।
মায়ার পৃথিবী দেবো তোকে মেয়ে।
বেশ ভালো লাগলো কথা মালা । শুভেচ্ছা ও ভালোবাসা।
ধন্যবাদ কবি সাইদুর রহমান ভাই।
সুন্দর কবিতা কবি
শুভেচ্ছা কবি শান্ত চৌধুরী ভাই।