কতটা ভালোবাসলে, ভালোবাসা বলে?
কতটা রক্ত ক্ষরণ হলে ভালোবাসা হয়।
জীবনের অণু অধ্যায়, প্রান্তের শেষ
বেলায়ও ভালোবাসার মাপকাঠি।
অজস্র কাক ভোরের নগরীতে ভালোবাসার
ডানা ঝাঁপটায়, চুমু খায় অনবরত।
নব দীপ্ত সূর্যালোকে ফুলের পাঁপড়ি গুলো
অন্তহীন ভালোবাসায় ঝরে পড়ে।
মৃদু শৈল্পিক আবেশ,
রং তুলিতে একে ভালোবাসার ছবি।
জীবন পথের অংক কষে,
নির্মলা অনুভূতি।
ভালোবাসা,ভালোবাসা, ভালোবাসা
স্বৈর্গীক অনুপম, মনের নিপুণ কারুকাজ,
দু’মনের শাণিত বাঁধন।
ভালোবাসি আমি তোমাকে।
জোছনায় সিক্ত মেঘ মালা,
ক্ষুদ্র, ধ্রুবতারা ভালোবাসায় মিশ্রিত।
আদিকালের শুভ্র মহা অধ্যায়,
ভালোবাসা অনুরাগে প্রস্ফুটিত হয়।
সুন্দর কবিতা কবি শান্ত চৌধুরী। লিখাটি মনে হয় ধারাবাহিকের দিকে এগিয়ে নিচ্ছেন।
ধন্যবাদ প্রিয় কবি
আপনারা পাশে থাকলে পারবো হয়তো।
শুভ কামনা সতত …
মৃদু শৈল্পিক আবেশ,
রং তুলিতে একে ভালোবাসার ছবি।
জীবন পথের অংক কষে,
নির্মলা অনুভূতি।
ধন্যবাদ প্রিয় দাদাভাই
অনাবিল শুভ কামনা ..
সুন্দর এবং নিটোল একটি প্রেমের কবিতা।
ধন্যবাদ আপু
অনাবিল শুভ কামনা ..
ভালোবাসাময় ভালোবাসা কবি শান্ত ভাই।
ধন্যবাদ প্রিয় কবিদা
অনাবিল শুভ কামনা …
ধন্যবাদ প্রিয় কবি
অনাবিল শুভ কামনা …
সুন্দর কবিতা প্রিয় কবি দা।
ধন্যবাদ প্রিয় দিদিমণি
অনাবিল শুভ কামনা …


অভিনন্দন কবি।
ধন্যবাদ প্রিয় আপু
অনাবিল শুভ কামনা …