ভালোবাসা এক তার হীন ঝংকার
হৃদয়ের তন্ত্রিতে।
ভালোবাসা রেডসেলের অক্সিজেন
প্রবাহমান ধমনীতে।
ভালোবাসা দক্ষিনা বাতাস
বাতায়ন খুলে রাখে।
ভালোবাসা সুরোভিত গোলাপ
কাছে পেতে ইচ্ছা করে।
ভালোবাসা অজেয় কে জয় করার
এক বুক আশ্বাস।
ভালোবাসা দ্বিগ্বীজয়ীর
উদ্দাম উচ্ছাস।
ভালোবাসা সাগর পাড়ের
উন্মুক্ত প্রান্তর।
ভালোবাসা ছড়িয়ে যায়
পাহাড় নদী গিরী কান্তার।
ভালোবাসা পুবালী বাতাস
উড়িয়ে নিয়ে যায় তেপান্তরে
ভালোবাসা মানেনা জাত
মন ছুটে যায় দেশান্তরে।
********
ভালোবাসা কখনো নীল
ধরায় নীল নেশা।
ভালোবাসা কখনো হতাশায় ঘিরে
হারায় পথের দিশা।
ভালোবাসা কখনো রক্ত গোলাপ
কাঁটা বিধেঁ রক্ত ঝরায়
ভালোবাসা উত্তরী হাওয়া
হাড়ে কাঁপন ধরায়।
ভালোবাসা কেড়ে নেয় সুপ্তি
অনিদ্রার আক্রমন।
ভালোবাসা বিষন্নতায় ঘিরে
মনোবিকারের আগ্রাসন ।
ভালোবাসা কখনো কেড়ে নেয়
কপালের ফুল চন্দন।
ভালোবাসা কখনো অকালেই কেড়ে নেয়
বাহাত্তরি স্পন্দন।
16 thoughts on “ভালবাসা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসা কখনো অকালেই কেড়ে নেয়
সালাম। 
বাহাত্তরি স্পন্দন। ভালোবাস দেখছি সর্বনাশা একটা ব্যাপার আপা।
ধন্যবাদ ভাইয়া
সব নয় কোথাও কোথাও দুই একটা দেখা যায়।
নইলে দুনিয়া শ্মশান হয়ে যেত।
শুভকামনা
স্বাগতম আপা।
সাথে ই আছি

ভালবাসা অনেক উপমা আর বৈশিষ্ট পড়লাম আপা। আবেশিত হলাম।
ধন্যবাদ ভাইয়া অনেক গুছিয়ে বললেন
শুভকামনা সব সময়
ভালবাসার ভাল ব্যবচ্ছেদ ঘটিয়েছেন দেখছি। প্যারালালি সুন্দর হয়েছে লেখাটি।
ধন্যবাদ সাজিয়া, হৃদয় দিয়ে ই শুরু হৃদয় দিয়ে ই শেয….
শুকামনা আপু
ভালোবাসাময় থাকুক ভালোবাসা প্রিয় শ্রদ্ধেয় বোন।
ধন্যবাদ, এর চেয়ে ভালো আশিরবাদ কি হতে পারে। শুভকামনা দাদা
ভালবাসা।
ধন্যবাদ দাদা

দারুণ দিদি ভাই।
ধন্যবাদ দিদি
শুভকামনা নিরবধি

সুন্দর।
ধন্যবাদ আপুনি
শুভকামনা রইল