কেউ কেউ কুকুর পোষে, বিড়াল পোষে…
আমিও কম যাইনা
আমি একটি বেদনার চারাগাছ পুষি!
ওতেই আমি পানি দিই, জল দিই
ওর মুখে দানাদার খাবারও তুলে দিই
যে যাই বলুক, ওতেই আমি বেশ খুশি!
কেউ কেউ আমাকে নেংটি ইঁদুর ভাবে
আর কেউ ভাবে সাত সমুদ্রের ফেনা
আমি এতোসব ভাবাভাবির ধারধারিনা
আমি গর্ব করেই বলতে পারি..
আমার আর কিছু থাকুক, না থাকুক;
আছে পোষা পাখির মতো কিছু বেদনা!
এমন সব বেদনা আমাদের সুখি করতে না পারলেও অসুখি করে না। অভিনন্দন কবি।
আন্তরিক ধন্যবাদ
সুন্দর কবিতা পড়লাম কবি ভাই।
আন্তরিক ধন্যবাদ
আমি একটি বেদনার চারাগাছ পুষি!
ওতেই আমি পানি দিই, জল দিই
ওর মুখে দানাদার খাবারও তুলে দিই
যে যাই বলুক, ওতেই আমি বেশ খুশি!
আন্তরিক ধন্যবাদ ভাই
নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি দা।
আমি গর্ব করেই বলতে পারি..
আমার আর কিছু থাকুক, না থাকুক;
আছে পোষা পাখির মতো কিছু বেদনা!
সুন্দর কবিতা।