ওরা কার অংশ

এক অদ্ভুত রহস্যের টানে
দ্যাখি ওদের একসাথে;
প্রান্তিকে, এখানে, সেখানে
অহরহ শহুরে রাজপথে।

হেসে খেলে কাটায় জীবন
পাঁচ দশ টাকা উপার্জন;
কষ্টেই করে জীবন যাপন
নেই অভিলাষ নেই স্বপন।

কার জন্যে করবে সঞ্চয়
নেই বাবা মা ভাই বোন;
তাই যখন যা ইচ্ছে হয়
খায় যাই জুটে ভাত নুন।

এ বয়সে তো শিশুরা রয়
মায়েদেরই আঁচল তলে;
শিশুকাল লোকে স্বর্গ কয়
বাবার সাথে যায় স্কুলে।

না ঘুম করে এপাশ ওপাশ
ভাসে চোখে মায়ের মুখ;
হৃদয়ে জমে উষ্ণ দীর্ঘশ্বাস
না পেয়ে মার আদর-সুখ।

হয়ত ভাসে শিশুর চোখে
মুখখানি তাদের বাবার;
সিক্ত হয় মনখানি শোকে
অজানা কত না শিলার।

উত্তর দাও প্রতারক নিয়তি
বলো, ওরা কার অংশ ?
হতে হলো দুর্ভাগা অতিথি
কি পাপে করেছো নিঃস্ব ?

11 thoughts on “ওরা কার অংশ

  1. উত্তর দাও প্রতারক নিয়তি
    বলো, ওরা কার অংশ ?
    হতে হলো দুর্ভাগা অতিথি
    কি পাপে করেছো নিঃস্ব ?

    ছন্দ পদ্যে দূর্ভাগাদের কথা অনায়াশে উঠে এসেছে। ওদের জন্য কথা বলার মানুষ কম। 

    1. অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। শুভেচ্ছা রইলো।

  2. ওরা আমাদের অংশ। এ দায় আমরা এড়িয়ে যেতে পারি না।

  3. সুন্দর লিখেছেন সাইদুর রহমান ভাই। ওরা ভালো থাকুক। 

  4. ওদের জন্য আমার ভীষণ মায়া হয় কবি দা। ওদের জন্য ভালবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আপনার কবিতা পড়ে ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।