ধর্মব্যবসা

দুনিয়া ব্যাপী দাঁড়ি টুপির কেন অসম্মান?
কেন বলছে মুসলমানদের সন্ত্রাসী এখন?
সত্য ধর্ম ইসলাম নিয়ে ব্যবসা চলছে যখন,
মুসলমানই মুসলমানের চরম শত্রু তখন!

হজ্জ বা যাকাত দূরের কথা নামাজী লোক নেই,
বাহবা পেতে শাড়ী লুঙ্গী বিলায় অনেকেই!
কোরবানি আজ কম্পিটিশন ত্যাগ তো তাতে নেই,
দরিদ্ররা পায়না রে তা ভরে যে ফ্রিজেই!

শেষ বয়সে নাম কামাতে ছুটে চলা হজে,
জোব্বা পরা হাজী সাবের স্বভাব ভীষণ বাজে!
ফজর কাটে গভীর ঘুমে দিনে ব্যস্ত কাজে,
এশার সময় ক্লান্ত ভীষণ আয়েশ দু চোখ বুজে!

বাণিজ্য আজ কুরআন নিয়ে বিশাল উৎস আয়ের,
আগে ছিলো ধানের শীষে এখন মাঝি নায়ের!
তোষামোদে তেলবাজিতে গোছায় তাঁরা আখের,
স্বার্থ আছে যার কাছে তার ছাল রাখেনা পায়ের!

লম্বা দাড়ি টুপি পরা খাঁটি মুসলমান,
শিশু বৃদ্ধাও তাদের হতে পায়না পরিত্রাণ!
আল্লাহ্‌ রাসুল দোহাই দিয়ে ব্যবসার উত্তরন,
বিশ্ব জুড়ে জঙ্গি বলে লানত তাই এখন!

মুমীনেরা করছে ঘৃনা বলছে কুলাঙ্গার,
অমুসলিমের ইশারাতেই চলছে অত্যাচার।
লস কি তাতে ভরে যাচ্ছে পকেটটা বাবার,
মরার আগে তওবা করে ভাবছে পাবে পার!

চলছে পথে সামনে রেখে পবিত্র কুরআন,
দিলেন আল্লাহ্‌ বিত্ত সুনাম জস ক্ষ্যাতি সম্মান!
তাঁদের জন্যই দাড়ি টুপির নিত্য অসম্মান,
শান্তির ধর্ম ইসলাম নিয়ে ব্যবসা চলছে এখন!

6 thoughts on “ধর্মব্যবসা

  1. বকধর্মিকের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে

  2. লম্বা দাড়ি টুপি পরা খাঁটি মুসলমান,
    শিশু বৃদ্ধাও তাদের হতে পায়না পরিত্রাণ!
    আল্লাহ্‌ রাসুল দোহাই দিয়ে ব্যবসার উত্তরন,
    বিশ্ব জুড়ে জঙ্গি বলে লানত তাই এখন!

    দারুণ সত্য কথা বলেছেন শ্রদ্ধেয়। 

  3. শান্তির ধর্ম ইসলামের অনেক কিছুই প্রতিদিন আমরা অবমাননা করে চলেছি। :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।