কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায়

উন্মাতাল দিনের রাঙা পাঁয়ে শেকল পড়াতে ইচ্ছে করে আজকাল;
আমি বিনা দর-দামে বেঁচে দিতে চাই অযৌক্তিক হাসি খেলা্র দিন,
আমি একদম বিনে পয়সায় নিলামে চড়াতে চাই –
অযাচিত স্মৃতির মেলা ।

ক্লান্ত দিনের শেষে অনাবিল সূর্যের ডুবন্ত মুখ,
মাঘী সন্ধ্যায় উত্তাপ ছড়ানো আলিঙ্গন ;
সব কিছু একেবারেই মুছে ফেলতে চাই
কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায়।

এখানে এক চিলতে রোদও পড়েনি কোন দিন;
এমন অন্ধকার ঘুঁটঘুঁটেই ছিল ,
যেমন অন্ধকারে আগলে ছিল আমার শাড়ীর কালো আঁচল ;
ঘন লাল টিপ।

নীল চুড়িগুলো ভেঙ্গে যাচ্ছে একটা একটা করে,
ভেঙে যাচ্ছে সময় ;
ভেঙে যাচ্ছে ছন্দ।

মনে হয় ;
আর কোন দিন রোদ্দুরের গল্পের মোড়ক উন্মোচিত হবে না,
কোথাও ফুটে উঠবেনা একটা নীলপদ্ম।
নস্টালজিকের অভিপ্রায় বেঁচে দিতে চাই চিরদিনের জন্যে ;

হাঁপিয়ে উঠেছি খুব;
ক্লান্ত মস্তিষ্ক আর কোন স্মৃতি বহন করতে পারছে না,
সোনালী রঙ ছটা রোদ্দুর দিন নিলামে চড়িয়ে
নিশ্চিন্তে চাষ করতে চাই আগত সময়।।

2 thoughts on “কোন এক অদৃশ্য বিলীন যন্ত্রের ছোঁয়ায়

  1. নিখুঁত শব্দ গাঁথুনিতে মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি। শুভেচ্ছা জানবেন।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।