আমাজনের সবুজ পুড়ছে,
কাটা পড়ছে যুবতী বন,
নদীর বুকে জমছে পলি,
জমাট কষ্টের ধুধু
বালুচর তুমি-আমি
আর আমাদের মন।
বহতা জীবন, তবু এখানে
স্বপ্নেরা থেমে যায়,
চোখে জল নামে,
বুকের পলল ফেটে
চৌচির খরায়।
এসবই জানো বেশ
সয়ে গেছে আজকাল,
ছোঁয় না কিছুই আর।
ভুলে যাওয়া সুর এক
গুনগুন মনে এসে মিলায়
শূন্যে ধোঁয়াশায় আরবার।
জীবন হোক সুন্দর এবং নিরাপদ। পারিবারিক ভালোবাসায় সমৃদ্ধ হোক সমাজ।
ধন্যবাদ, দাদা ভাই।
ভালোবাসার কবিতা।
নদীর বুকে জমছে পলি, জমাট কষ্টের ধুধু
বালুচর তুমি-আমি আর আমাদের মন। বাহ কবি বোন।
ধন্যবাদ, দাদা ।
আপনার অন্যান্য লেখা বিবেচনা করলে এই কবিতাটি মধ্যম মানের মনে হয়েছে।
কবিতা আমি মুহূর্তের আবেগে লিখি ভাই। তার কোন কোনটা কবিতা হয়ে ওঠে, কোনোটা আবার কবিতার মতো শোনায়।
কবিতায় ভালোবাসা রেখে গেলাম শ্রদ্ধেয় কবি দিদি।
ধন্যবাদ, দাদা ভাই।
সুন্দর লিখেছেন আপা।
ধন্যবাদ, প্রিয় কবি আপু।
অভিনন্দন কবি দিদি ভাই।
ধন্যবাদ ও শুভকামনা, দিদি ভাই ।
আমাজনের সবুজের সাথে জীবনের কম্পেয়ারিজম।
ধন্যবাদ ও শুভকামনা, আপু ।