অলিখিত স্পর্শের ভেতরেই বেঁচে থাকুক প্রিয় পালিত শব্দেরা। কোনো দুঃখ নেই। জানি ভুলে যাওয়া শব্দ এখন মানুষের প্রিয় পাঠ। হৃদয়ের সুঘ্রাণ মেখে যে শব্দগুচ্ছ ছড়িয়ে দিয়েছিলাম চারিদিকে বাতাসও প্রতিপক্ষ ছিল তার। একদা ভুলে যেতে হয় বলে মানুষেরা ভুলে যায় কাদা ছেনে তুলে আনা কেঁচো কাল- শুশুকের ঝাঁপ।
স্মৃতির বয়স বাড়ে, চেয়ে দেখি একটি উদাস ভোর বয়োবৃদ্ধ দুপুরকে হামাগুড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে শামুক বিকেলে। আমাকে হত্যা করো জীবন, দাও পাখির শরীর। মানবিক খোলস ফেলে এবার শিখবো উড়াল। না হয় বেঁচে-বর্তে যাবো।
মানুষের শরীর আঁকড়ে বেঁচে থাকা? এর চেয়ে ঢের ভালো মাছের জীবন!
মানুষের শরীর আঁকড়ে বেঁচে থাকা? এর চেয়ে ঢের ভালো মাছের জীবন! অসাধারণ।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
পরম মুগ্ধতায় ভালোবাসাময় ভালোবাসা জানাই কবি সুমন আহমেদ ভাই।
আপনার জন্যও ভালোবাসা কবি সৌমিত্র চক্রবর্তী।
ইউনিক ক্রিয়েশন মি. সুমন আহমেদ। গুড জব।
ধন্যবাদ আজাদ ভাই। সালাম।
অদ্ভুত একটি জীবন গদ্য। সরচনা বটে কবি সুমন দা। অভিনন্দন।
স্বাগতম কবি রিয়া রিয়া চক্রবর্তী।
'আমাকে হত্যা করো জীবন, দাও পাখির শরীর।' কী অসাধারণ করেই না লিখেছেন ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
শব্দে শব্দে জীবনের সুখ দুখ রচনা করে ফেলেছেন দাদা। পাঠে মুগ্ধ! আপনার জন্য শুভকামনা থাকলো।
ধন্যবাদ কবি নিতাই বাবু।
মনের গভীরতা থেকে লিখেছেন দারুন হয়েছে
ধন্যবাদ আপা।
মন খারাপের এই উদাসীন দুপুর ভালো হয়ে গেলো, এ লেখা পড়ে। আমার যখন অনেক মন খারাপ হয় তখন কবিতার কাছে আশ্রয় খুঁজি। পেয়ে গেলাম আজ। অভিনন্দন ও শুভকামনা প্রিয় কবি, ভাই সুমন আহমেদ ।
স্মৃতির বয়স বাড়ে, চেয়ে দেখি একটি উদাস ভোর বয়োবৃদ্ধ দুপুরকে হামাগুড়ি দিয়ে পৌঁছে যাচ্ছে শামুক বিকেলে। আমাকে হত্যা করো জীবন, দাও পাখির শরীর। মানবিক খোলস ফেলে এবার শিখবো উড়াল। না হয় বেঁচে-বর্তে যাবো।
সুন্দর মন্তব্য কবি আদেল পারভেজ ভাই।
অনেক জটিল
বাহ ! দারুন লাগলো
ধন্যবাদ জাহিদ অনিক ভাই।
মানুষের শরীর আঁকড়ে বেঁচে থাকা? এর চেয়ে ঢের ভালো মাছের জীবন!
শুভেচ্ছা আনু আনোয়ার ভাই।