সিধেশ্বরী বালিকা

মণিকুন্তলার মাঠে আবির মাখে প্রবীণ বৈষ্ণব
আবিরের লালিমা চৈতন্যে ঢেউ তুলে
সিধেশ্বরী বালিকা পেখম মেলে নাগরদোলায়
বহুকাল পরে পাহাড়ে কুড়াতে গেলে টুপির পালক
প্রবীণ বৈষ্ণবের ভূমণ্ডলে ধূপের গন্ধ জ্বলে

দিগন্তরেখায় বিশ্বের বিস্মৃতি কীর্তি গাঁথা
তেপান্তরের ওপারে যা ছিল আরোহী লতা
দুরতিক্রম্য মুগ্ধতায় জ্যোস্না বাবলি গায়
প্রবীণ বৈষ্ণব নাভিকুণ্ডে খুঁজে কস্তরি গন্ধ
সিধেশ্বরী বালিকা অপরাহ্ণের কীর্তনে বৈষ্ণবী সাজে

ধূপের বৈষ্ণব বিভোরে মাখে কৃষ্ণের টিকা
সিধেশ্বরী বালিকা প্রেমের খেলায় কখনো রাধিকা…

7 thoughts on “সিধেশ্বরী বালিকা

  1. কবিতাটি পড়তে ভালো লেগেছে কবি মকসুদ ভাই। অর্থ ভীষণ কঠিন মনে হলো। :)

  2. দিগন্তরেখায় বিশ্বের বিস্মৃতি কীর্তি গাঁথা
    তেপান্তরের ওপারে যা ছিল আরোহী লতা।

    সুন্দর কবিতা কবি মকসুদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

  3. ধূপের বৈষ্ণব বিভোরে মাখে কৃষ্ণের টিকা
    সিধেশ্বরী বালিকা প্রেমের খেলায় কখনো রাধিকা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।