চল চল কক্সবাজার টেকনাফে চল

চল চল চল!
কক্সবাজার টেকনাফে চল
উখিয়ায় উচ্ছৃঙ্খল রোহিঙ্গার দল
তাঁদের বেড়েছে বুঝি বাহুবল
করছে তাঁরা জবরদখল
চল রে চল রে চল
চল চল চল।

থাকার জায়গা ছিলো না যাঁদের
থাকতে দিয়েছি জায়গা তাঁদের
এখন উল্টো মারছে মোদের
কতই না শক্তি বেড়েছে তাঁদের
চল চল চল…

মিয়ানমার সরকার দিয়েছে তাড়া
তাঁরা রোহিঙ্গারা হলো সর্বহারা
আমরা তাঁদের দিয়েছি সাড়া
এখন আমাদেরই মারছে তাঁরা
চল চল চল…

বাংলার মানুষ দাও শ্লোগান
রোহিঙ্গাদের শিবির করবো শ্মশান
মুক্ত করবো উখিয়া কুতুপালং
ধ্বংস করবো ওঁদের বল
চল রে চল রে চল।
চল চল চল।

বি:দ্র: জাতীয় কবি নজরুল ইসলামের রণসঙ্গীত দেখে নিজের লেখা।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

18 thoughts on “চল চল কক্সবাজার টেকনাফে চল

  1. আর যাই হোক রোহিঙ্গা বর্বরদের সাথে আমাদের সামাজিক মেলবন্ধন সৃষ্টি হবে না। :(

    1. এই সময়টা আর বেশি দূরে নয়! অতি নিকটেই। সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা।          

  2. উচ্ছৃঙ্খল রোহিঙ্গার দল আমাদের দেশের শত্রু। সমঝোতা নয় ওদের বিদায় চাই। কোন পাঁয়তারা মেনে নিলে দেশের মানুষের অনেক ক্ষতি হবে। 

    1. ওঁরা এখন একলক্ষ টাকা ব্যয় করে পাসপোর্ট তৈরি করে। এখন কথা হচ্ছে, এতো টাকা ওঁরা পায় কোত্থেকে?           

    1. অবশ্যই দিদি। আর কয়েকটা বছর যেতে দিন, দেখবেন ওঁদের তেলেসমাতি। আমাদের রাষ্ট্রপ্রধানদের হাতে নোবেল পৌঁছে দিবে বলে আশা করি।        

  3. শুধু টেকনাফে গেলে হবে না; সীমান্ত পাহারা দিতে হবে। আসাম দিল্লী ঠেকানোও প্রয়োজন। ভীষণ রাগ জমেছে মনের মধ্যে দাদা। কী হচ্ছে এসব?https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. ওঁদের অবস্থা দেখে শুধুই ভাবছি দাদা। ওঁরা এখন একলক্ষ টাকা ব্যয় করে পাসপোর্ট তৈরি করে। এতো টাকা ওঁরা পায় কোত্থেকে? কে দিচ্ছে ওঁদের পিছনে এই অর্থের  যোগান ?  

  4. বাংলাদেশের দেয়া মানবতা আর সম্মানের মর্যাদা ওরা রাখেনি। রাখবেও না।  :(

  5. মনে হয়  ঠিক বলেছেন  মানবতার খাতিরে জায়গা  পেয়েও বিশ্বাস  রাখনি  ভাসান চরে রোহিঙ্গাদের ঠাই দিলে আরও বেপরোয়া  হয়ে উঠবে   তাই সময় থাকতে  সতর্ক  

    হতে হবে 

    1. ওরা মনে হয় থেকেই গেলো। ওদের আর সরানো যাচ্ছে না । সামনে আমাদেরর অনেক চ্যালেঞ্জ।

  6. সমসাময়িক লেখা,  অভিনন্দন প্রিয় নিতাই বাবু দা।

      বাংলার মানুষ দাও শ্লোগান
    রোহিঙ্গাদের শিবির করবো শ্মশান
    মুক্ত করবো উখিয়া কুতুপালং
    ধ্বংস করবো ওঁদের বল
    চল রে চল রে চল।
    চল চল চল।

    1. ওরা মনে হয় থেকেই গেলো। ওদের আর সরানো যাচ্ছে না । সামনে আমাদেরর অনেক চ্যালেঞ্জ। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।