হয়ে গেছে সবটুকু গরল উগলানো,
নাকি বিষ কিছু রয়ে গেছে দাঁতে?
ছোটবড় উপলখন্ড সব
ছোঁড়া শেষ বিষযাম গতে!
এখনই ক্ষান্তি দিলে ইতিহাসে
নাম হবে জলে ভেজা ঘষা,
মাথা পেতে দিলে
কোবরার অন্তরীতটুকু ঢেলে দাও
অগোছালো চুলেদের ভাঁজে।
দাহ শেষে শুরু হয় মদিরা উৎসব
অভিমান পা দোলায় রাতের কার্ণিশ…
কবিতার বিষয়বস্তু অতো পরিষ্কার না হলেও কবিতা কিন্তু বেশ। শুভেচ্ছা সৌমিত্র চক্রবর্তী।
বেশী ছোট করতে গিয়ে হয়তো দূর্বোধ্য হয়ে গেছে কবি সুমন ভাই।
কবিতার জয় হোক কবি সৌমিত্র। খুব কঠিন হয়ে গেছে কবিতাটি।
কবিতার জয় হোক প্রিয় ভাই। ভালোবাসা।
বিষ দাও শব্দটিতেই বোঝা কবি মনের অভিমান।
জীবন নিয়ে বেঁচে থাকতে এক আধটু মান-অভিমান না থাকলে কি চলে বোন !!
দারুণ লিখেছেন দাদা।
ভালোবাসা কবি নিতাই বাবু।
পুরোটাই আলাদা ঘরানার কবিতা কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।
শুধু বিষ দাও, শুধু বিষ।
সৌমিত্র দা শুভেচ্ছা
শুভেচ্ছা কবি জাহিদ অনিক ভাই।
নতুনত্ব আছে ভাবনায় দাদা শুভকামনা
ভালোবাসা কবি বোন ছন্দ হিন্দোল।
কবিতায় কি যেন এক ছন্দ আছে খোঁজদে গিয়ে ককয়েকবার পড়লাম।
দাহ শেষে শুরু হয় মদিরা উৎসব
অভিমান পা দোলায় রাতের কার্ণিশ…
চমৎকার, অভিনন্দন
ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই।