মানুষ বাড়ছে তো সবই বাড়ছে
মানুষ বাড়ছে। বসতি বাড়ছে। ঘরভাড়া বাড়ছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে। গরিবের চোখের পানি ঝরছে।
রাস্তা-ঘাট বাড়ছে। যান্ত্রিক গাড়ি বাড়ছে। দুর্ঘটনা বাড়ছে। আহাজারি বাড়ছে। প্রিয়জন স্বজন হারাচ্ছে।
রাষ্ট্রে দুর্নীতি বাড়ছে। ক্ষমতার বাহাদুরি বাড়ছে। বিনা বিচারে হত্যা বাড়ছে। মা-বোনেরা ধর্ষিত হচ্ছে।
ছিনতাই বাড়ছে। খুন গুম বাড়ছে। রোগব্যাধি বাড়ছে। ডেঙ্গুর উপদ্রব বাড়ছে। গুজব ছড়াচ্ছে।
মাদক ব্যবসায়ী বাড়ছে। মাদকদ্রব্য বাড়ছে। মাদকাসক্ত বাড়ছে। অপহরণ বাড়ছে। তাজা প্রাণ ঝরছে।
শিক্ষার হার বাড়ছে। বখাটেপনা বাড়ছে। বলাৎকার বাড়ছে। ধর্ষণ বাড়ছে। শিক্ষালয়ে শিশুরা কাঁদছে।
মানুষ বাড়ছে তো সবই বাড়ছে। সাথে সাথে আমাদের মানবিকতা কমছে।
মানুষের বিবেক হ্রাস পেয়েছে।
ঠিকই বলেছেন দাদা। সবইতো বাড়ে, কেমন করে যেন মানুষের মূল্য কমে।
মানুষ মানুষকে মূল্যায়ন করতে চায় না দিদি। সবাই সেরা হয়ে থাকতে চায়। কেউ পারে, কেউ পারে না।
এটা হচ্ছে জীবনের ত্রিপাঠিত এবং বহুল চর্বিত জীবনের আঁধার।
ঠিকই বলেছেন দাদা।
সম্পদ আর ভালোবাসা বাড়ছে না কবি নিতাই বাবু।
দাদা, বর্তমানে ভালোবাসার বাজার মন্দা।
কেবল বাড়ছেই আর বাড়ছে। রুখে দাঁড়ানোর শক্তি আমাদের কমছে। বাড়ছে কমছে।
বিশেষ করে রোহিঙ্গাদের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি।
এর জন্য চাই জন-জাগরণ। সেই জাগরণ নিয়ে আসুক কবির দ্রোহমূলক অভিভাষণে। প্রিয়কবিকে অভিনন্দন জানাই।শারদীয়ার আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা গ্রহণ করুন। জয়গুরু!
শরতের আগমণে আপনাকে আগাম শারদীয়া শুভেচ্ছা।