আবারও সেই একই পুরনো ধাঁচের বালাই…
মৃন্ময়ী আর মৃত্তিকা কাছাকাছি; আমিও কম না,
অভব্য সময়ের চেলাচামুণ্ডা….
রতন, কেতন আর যতনের মাঝামাঝি!
তবুও হিংসুটে জল বাড়ায় বিভেদের অনল
অশরীরী ছায়া শরীর
এক-দুই-তিন প্রস্থ ঘাম
আর
কাল কেউটের বিষের মতো চামড়ার দাম..!!
আসলে ভব্য, অভব্য, ভবিতব্য কোনোটাই কারো
একার নয়; রাজ্য বলি, রাজা বলি, মার্তণ্ড বলি….
অথবা
বলি অনাগত সময়ের পদাবলী.. এসব কিছু
নেয় যার পিছু —
একদিন না একদিন সেও হয় দুশমন্ত সময়ের
চোখের বালি!!
তবুও…..
অভাব আর খুঁতখুঁতে স্বভাব দেশী কুকুরের মতো
লেজ নেড়ে নেড়ে ডাকে, আমিও খাঁটি সরিষার
তেল আর গাছপাকা বেল…. স্বর্গ, মর্ত্য খুঁজি..
চুকিয়ে দেবো সকল লেনদেন এই তামাশার পথের
বাঁকে; থাক না কিছু উচ্ছিষ্ট এই দুর্বৃত্ত নাকে!!
নিদারুণ এক নয়; এই জীবন বাস্তবতার গল্প। মুগ্ধ কবি মি. জসীম উদ্দীন মুহম্মদ।
হিংসুটে জল বাড়ায় বিভেদের অনল
অশরীরী ছায়া শরীর
এক-দুই-তিন প্রস্থ ঘাম
আর
কাল কেউটের বিষের মতো চামড়ার দাম..!!
অসাধারণ কবিতা কবি ভাই।
কবিতাটি পড়লাম কবি। আপনার উপস্থিতি থাকলে ভালো লাগে।
আসলে ভব্য, অভব্য, ভবিতব্য কোনোটাই কারো একার নয়। ঠিক তাই কবি ভাই।
থাক না কিছু উচ্ছিষ্ট। থাক প্রিয় কবি দা। না থাকলেও ভাল লাগবে না।
যথার্থই বলেছেন, লিখেছেনও। শুভকামনা রইল।