মিথ্যে সব মিথ্যে সত্যি কিছুই নয়! কী হবে রাজটিকা দিয়ে?
যদি রাজাই হতে না পারলাম!
কী হবে রাজা হয়ে?
যদি প্রজার দুঃখ না বুঝলাম!
কী হবে মায়া কান্না করে?
যদি দুখির কান্না না থামাতে পারলাম!
কী হবে নেতা সেজে?
যদি জনতার কষ্ট না বুঝলাম!
কী হবে চিকিৎসক হয়ে?
যদি গরিবদের চিকিৎসা না করতে পারলাম!
কী হবে মালিক সেজে?
যদি শ্রমিকের ন্যায্য পাওনা না দিলাম!
কী হবে ক্ষমতা দিয়ে?
যদি নিজেই অপমানিত হলাম!
কী হবে ধনসম্পদ দিয়ে?
যদি সব ছেড়ে একদিন চলেই গেলাম!
___________________
ছবি ১বং ঢাকেশ্বরী শ্মশানঘাট।
মিথ্যে সব মিথ্যে সত্যি কিছুই নয়! আমার মনে হয় এরচেয়ে সত্য কিছু নেই।
দিনের শুভেচ্ছা কবি মি. নিতাই বাবু। শুভ সকাল।
নেতা বলি আর মন্ত্রী বলি
সবাই ছাড়ে মিথ্যে বুলি,
কতই না করে ফালাফালি
লোক দেখানো কোলাকুলি।
তাঁদের কাছেই সব মিথ্যে
যোগ্যতা না থাকলে যোগ্য হবার চেষ্টা বৃথা। যোগ্যতা না থাকলেও অযোগ্যদের ভিড়ে সমাজের অনেক স্থান ভরে আছে। কিছু করার নেই।
স্রষ্টা সত্য সৃষ্টি সত্য
সত্য গীতা রামায়ণ,
পিতা সত্য মাতা সত্য
সত্য ত্রিপিটক বদ্ধুবচন।
বাইবেল সত্য কুরআন সত্য
সত্য মৃত্য আর জন্ম,
সত্যের কাছে সবই সত্য
যদি ঠিক থাকে ধর্ম।
সত্য হবে এবাদত উপসনা
হয় যদি সৎ চরিত্রবান,
দুশ্চরিত্রের কাছে সবই মিথ্যে
গীতা আর কুরআন।
মিথ্যে সব মিথ্যে। আসলেই তাই কবি নিতাই দা।
সত্য হবে এবাদত উপসনা
হয় যদি সৎ চরিত্রবান,
দুশ্চরিত্রের কাছে সবই মিথ্যে
গীতা আর কুরআন।
নেতা বলি আর মন্ত্রী বলি
সবাই ছাড়ে মিথ্যে বুলি,
কতই না করে ফালাফালি
লোক দেখানো কোলাকুলি।
তাঁদের কাছেই সব মিথ্যে
কী হবে ধনসম্পদ দিয়ে?
যদি সব ছেড়ে একদিন চলেই গেলাম!
মিথ্যে সব মিথ্যে সত্যি কিছুই নয়!
নেতা বলি আর মন্ত্রী বলি
সবাই ছাড়ে মিথ্যে বুলি,
কতই না করে ফালাফালি
লোক দেখানো কোলাকুলি।
তাঁদের কাছেই সব মিথ্যে
সত্য সব সত্য মিথ্যে কিছুই নাই (প্রশ্ন) কবি নিতাই বাবু।
স্রষ্টা সত্য সৃষ্টি সত্য
সত্য গীতা রামায়ণ,
পিতা সত্য মাতা সত্য
সত্য ত্রিপিটক বদ্ধুবচন।
বাইবেল সত্য কুরআন সত্য
সত্য মৃত্য আর জন্ম,
সত্যের কাছে সবই সত্য
যদি ঠিক থাকে ধর্ম।
সত্য হবে এবাদত উপসনা
হয় যদি সৎ চরিত্রবান,
দুশ্চরিত্রের কাছে সবই মিথ্যে
গীতা আর কুরআন।
নেতা বলি আর মন্ত্রী বলি
সবাই ছাড়ে মিথ্যে বুলি,
কতই না করে ফালাফালি
লোক দেখানো কোলাকুলি।
তাঁদের কাছেই সব মিথ্যে
ভালো লিখেছেন কবি।
স্রষ্টা সত্য সৃষ্টি সত্য
সত্য গীতা রামায়ণ,
পিতা সত্য মাতা সত্য
সত্য ত্রিপিটক বদ্ধুবচন।
বাইবেল সত্য কুরআন সত্য
সত্য মৃত্য আর জন্ম,
সত্যের কাছে সবই সত্য
যদি ঠিক থাকে ধর্ম।
সত্য হবে এবাদত উপসনা
হয় যদি সৎ চরিত্রবান,
দুশ্চরিত্রের কাছে সবই মিথ্যে
গীতা আর কুরআন।
mobile e amar keyboard nai.
রিদ্মিক কীবোর্ড ডাউনলোড করে নিন দাদা। আর নাহয় Avroid keyboard নিতে পারেন।
যে যা, সে তা না হলে; সবই মিথ্যে
সুন্দর কবি
এটাই চিরসত্য! মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় দাদা।