শরতাণু

শরতাণু
নদীর নামে
নাম ধারণ করেছো
ডানে –বামে
কাশবন
থৈ থৈ
জলে বরণ করেছ নীল-
তরঙ্গের মত
উর্বশী স্তন …।

তবু কি- নদী হতে পেরেছ?

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “শরতাণু

  1. শুভেচ্ছা জানালাম কবি। মন্তব্যের উত্তর দেবেন কিনা আমার জানা নাই। :(

  2. কঠিন একটি বাস্তত প্রশ্নে কবিতার ইতি টেনেছেন স্যার। দারুণ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।