অবশেষে আমারও ছড়া লেখার চেষ্টা
————————————-
সেই ছেলেটা সকালবেলা
নাস্তা খেতো ক্রিকেট খেলা।
সারাটা দিন ঘুরাঘুরি
মুখে শুধু জারিজুরি।
সেই ছেলেটা দুপুরবেলা
লাঞ্চ খেতো বাবার ঠেলা
সন্ধ্যা হলে ফিরতো বাড়ি
সাত সমুদ্দুর দিয়ে পাড়ি।
সেই ছেলেটা রাত্রিবেলা
ডিনার খেতো অবহেলা
কথায় কথায় ভেন্নাভাজা
তবুও মায়ে দিতো সাজা।
এবং নিঃসন্দেহে সফল হলেন কবি জসীম উদ্দীন মুহম্মদ।
অভিনন্দন কবি।
ভালোবাসা কবি জসীম ভাই।
শুভেচ্ছা।
* শুভ কামনা সবসময়….