রঙিন চশমা

রঙিন চশমা খুলে ফেলো
দুচোখের মনি কঠোরে প্রকৃতির ছোঁয়া লাগুক
নৈঃশব্দের দুর্ভেদ্যতা ভেঙ্গে ফুটুক সরল অভিসার,
খুলে দাও অবিন্যস্ত চুলের খোপা
হেমচূর্ন রোদ্রের সঙ্গে দুলুক চম্পাকলি তোমার।

ফ্রেম বন্দী চশমার রঙিন কাঁচে
ব্যাহত অভিসন্ধিত জোছনার চিরন্তন আবেদন,
তোমার দুর্ভেদ্য অহংকার ভেদ করে পৌছায়না-
প্রকৃতির ব্যথিত ব্যথার আর্ত-চিৎকার
কলুষিত আত্মার বিদগ্ধ ক্ষত!

ইট পাথরের অট্টালিকা ছেড়ে একবার নেমে আসো
নির্ভেজাল মানুষের কাতারে। অঞ্জলি পেতে এক বার হাসো
চেতনার দুর্বার স্পন্দনে একবার কান পাতো; ভাসো
বিহঙ্গীর ডানায় সুনীল আকাশে
একবার মানবী হও
ভেঙ্গে দাও অলীক অহমিকার সমস্ত দেয়াল!
চিরকালের বৃত্ত ভেঙ্গে হও চঞ্চলা দামিনী
এবার খোল রুদ্ধ কপাট হও অপরূপা রমণী।

অহমিকার চাদর উপলে ফেলো
বিপুলা উৎসাহে
চপলা আবেগে,সতত কামনায়
একবার ধারণ করো জীবনের সাধারণ বেস
বরণ করো মৃন্ময়ী পবিত্রতার অসাধারণ অশ্লেষ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

6 thoughts on “রঙিন চশমা

  1. অঞ্জলি পেতে এক বার হাসো চেতনার দুর্বার স্পন্দনে একবার কান পাতো;
    ভাসো বিহঙ্গীর ডানায় সুনীল আকাশে … একবার মানবী হও। অসাধারণ স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. খুলে দাও অবিন্যস্ত চুলের খোপা
    হেমচূর্ন রোদ্রের সঙ্গে দুলুক চম্পাকলি তোমার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।