ইচ্ছেগুলো ডানা মেলে…..

©কাজী ফাতেমা ছবি
=ইচ্ছেগুলো ডানা মেলে=
===============
রোদ্দুর জ্বলা এই সকালে
ছাতা মাথায় হাঁটি,
পায়ের তলায় দূর্বাঘাস আর
শিশির ভেজা মাটি!

মন যে আমার উদাস হাওয়ায়
লুকোচুরি খেলে,
শহর ছেড়ে দূরে ইচ্ছে
উড়ি ডানা মেলে।

এই শহরের ইট সুরকির পথ
পায়ে লাগে কাঁটা,
হাওয়ার সুরে শুনি যেনো
কান্না বক্ষ ফাটা।

কোন মায়ের বুক হলো খালি
কোন সে পিতা কান্দে,
কে জানি হায় ! পড়লো হঠাৎ
অন্যায়েরই ফান্দে।

ভাবনাগুলো আকাশ পাতাল
নেই সুরাহা জানা,
মনের ঘরে কু কু পাখি
ঐ দিলো রে হানা।

দুশ্চিন্তা সব ছুঁড়ে ফেলে
দেবো উড়াল দূরে,
হারাবো আজ অচীনপুরে
হাওয়ার সুরে সুরে!

গুঁজবো চুলে বাহারী ফুল
রঙিন পিরান পরে,
যাবো সেথায় সুখ মুগ্ধতা
যেখানটাতে ঝরে।

ভাল্লাগে না পেরেশানী
দুর্ভাবনা যত,
বাড়াবো না বুক মাঝে আর
উৎকণ্ঠার নীল ক্ষত।

13 thoughts on “ইচ্ছেগুলো ডানা মেলে…..

  1. সুন্দর ছন্দময় কবিতা। কাব্যিকতা ভালো। সুন্দরতম উপস্থাপনা।
    শুভ বিজয়া দশমীর আন্তরিক অভিনন্দন
    তত্সহ প্রীতি আর শুভেচ্ছা রইল
    সাথে থাকুন, পাশে রাখুন জয়গুরু!

    1. অনেক ধন্যবাদ । 

      অবশ্যই পাশে থাকব

      ভালো থাকুন

  2. ভাল্লাগে না পেরেশানী দুর্ভাবনা যত,
    বাড়াবো না বুক মাঝে আর
    উৎকণ্ঠার নীল ক্ষত।

    সমসাময়িক। সেই ভালো কবি এই মেঘ এই রোদ্দুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
    কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
    ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে.
    হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে।

    কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
    এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?

    1. জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

       

      সময় করে উঠতে পারি না। আর কেনো জানি এই ব্লগে আসতে মনে থাকে না । :( 

      ভালো থাকুন

  3. কবিতার শুরু ইচ্ছে মুখর হলেও শেষের দিকে বেদনাবিঁধুর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. ইচ্ছেগুলো ডানা মেলুক কবি বোন কাজী ফাতেমা ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।