ছিপ ফেলে ঠায়
বসে আছি কতোদিন
এই জীবনের খেয়াঘাটে।
ফাৎনাটা নড়ে ওঠে
গুড়াগাড়ি সুখের ঠোকরে
ঠিকই মাঝেসাঝে।
গভীর জলের চেয়েও
সুগভীর অতলান্ত
দুঃখ আমার আসে না
কিছুতেই তীরের কাছে,
ডুব সাঁতারে তারা যেন
আমারেও টেনে নিতে চায়
বিষাদের নীল অবকাশে।
আমি দিন গুনি,
কাল চলে যায়
মহাকালের আকাশে।
ভালো আছি বুঝি তবে
নিরালায় এই নির্জন
নিমগ্ন কারাবাসে?
আমি দিন গুনি, কাল চলে যায় মহাকালের আকাশে।
ভালো আছি বুঝি তবে নিরালায় এই নির্জন নিমগ্ন কারাবাসে?
শুভেচ্ছা কবি আপা।
সুন্দর কবিতা পড়লাম আপা। অভিনন্দন।
খুব ভালো লাগলো আপনার কবিতা
শুভেচ্ছা কবি বোন রোখশানা রফিক।
শুভেচ্ছা নিন আপা।
* চমৎকার ….