ফিনিক্স শিশু

এরপর মৃত মায়ের গর্ভাশয় হতে
বেরিয়ে আসলো অসংখ্য ফিনিক্স শিশু
তাদের দুধ মুখগুলোতে ফুটে উঠলো
অনিবার্য প্রতিশোধ চিহ্ন।

ফিনিক্স শিশুরা লাল লাল রক্তে
দৃঢ় প্রতিবাদ এঁকে প্রতিজ্ঞা করলো
মাতৃভূমিকে স্বাধীন না করে ও মুখগুলো

ছোঁবে না আর মাতৃস্তন।

18 thoughts on “ফিনিক্স শিশু

  1. স্বাধীনতাকামী শিশুদের জয়গান সমগ্র মানবজাতির শ্লোগান  হোক।
    স্বাধীনতাপ্রিয় কবিশেখরকে জানাই সহস্র অভি্নন্দন।

    সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু সুন্দর ও অসাধারণ। কাব্যিকতা ভালো।
    শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
    জয়গুরু!

    1. স্বাধীনতাকামী শিশুদের জয়গান সমগ্র মানবজাতির শ্লোগান হোক। মূল্যবান একটি মন্তব্য করেছেন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আমাদের সন্তানরা থাক নিরাপদ। ওদের বেড়ে ওঠা হোক ঈশরের আশীর্বাদে।

  3. ফিনিক্স শিশুরা লাল লাল রক্তে আজও ভেজে। :(

  4. স্বাধীনতাকামী শিশুদের শ্লোগান এমনই হওয়া দরকার।   মানবজাতির শ্লোগানও হোক এরকম। আপনার কবিতায় ভালোবাসা রেখে গেলাম। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবি দাদা।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।