আগে মাঝেমাঝে একটানায় পড়তাম
এখন দু’টানা, তিনটানায় পড়ি….
বাগবিধিতে শাখের করাতের কথা যেমন আছে
তেমনি আছে দু’মুখো সাপ;
অথচ আজকে ঘন্টা ছাড়াই যেভাবে ছুটি হচ্ছে
এ সব আসলে পুঁজিবাদের জ্যান্ত অভিশাপ!
অবশ্য সবকিছুকে অভিশাপ বলে উড়িয়ে
দেওয়ার মতো মহাজ্ঞানীও আমি নই;
আমি চাই ছাত্র, শিক্ষক সবার হাতে কেবল
থাকুক
খাতা, কলম, বই আর বই…!!
ডিকশনারি ঘেঁটে শাপ, অভিশাপ এবং সাপ শব্দত্রয়ীকে
কেটে বাদ দেওয়া হউক
যেমন করে আমরা দারিদ্র্য জয় করেছি
যেমন করে আমরা মহাকাশ জয় করেছি
তেমন করেই পুঁজিবাদী এসব অভিশাপও জয় হউক!!
ঘরে বাইরে নিজ কর্ম প্রতিষ্ঠানে আমরা সবাই যেন ভালো থাকি নিরাপদে থাকি।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
আজকে ঘন্টা ছাড়াই যেভাবে ছুটি হচ্ছে এ সব আসলে পুঁজিবাদের জ্যান্ত অভিশাপ!
* সুন্দর দার্শনিক অভিব্যক্তি….
অভিশাপরও জয় হউক! দারুণ বলেছেন কবি।
দারুণ কবি জসীম ভাই।