তুমি আর আমি

মন মোর চায়, প্রতি সন্ধ্যাবেলায়
পুঁথি নিয়ে বসি পিঁড়িতে
চুপি চুপি পায়, লাল আলতায়
মাখামাখি তুমি মাটির সিড়িতে।।

এখন কি হবে? বুঝিনি তো আগে
তুমি কাঁপো ভয়ে থরোথরো
আমি বলি কানে মুখে, ভেবোনা তুমি, ওকে
তবু তুমি ভয়ে লাজে মরোমরো।।

কেরোসিনের আলো, তোমার রূপ বাড়ালো
লাল পেড়ে শাড়িতে তোমায় মানিয়েছে বেশ
তুমি দেখো আমি দেখি, হাসি লাজে মাখামাখি
হাত খানি ছুঁতেই হঠাৎ কড়া নির্দেশ।।

কি হচ্ছে কি এখন, করেছি না বারণ ?
মেলামেশা যাবে না, ওর আর তোমার
তোমার চোখ ছলো ছলো, কি জানি কি হলো
দিলে ছুট সেই, ফিরলে না আজও আর।।

পরস্ত্রী তুমি সেকথা জানি, মানে না মোর ছোট প্রাণখানি
ভাল থেকো তুমি, ভালো রইবো আমি, দিলাম কথা প্রাণমণি।।

15 thoughts on “তুমি আর আমি

  1. সরল এই কবিতার রিদম সামান্য পুরোনো হলেও টার্গেট মিস হয়নি। দারুণ সমাপ্তি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. দ্বিতীয় প্রকাশনায় অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক ধন্যবাদ ও শুভেচ্চা নেবেন দিদি ।
      শুভকামনা রইলো ।

  3. ভাল থেকো তুমি, ভালো রইবো আমি, দিলাম কথা প্রাণমণি। শুভেচ্ছা কবি ভাই। :)

  4. তোমার চোখ ছলো ছলো, কি জানি কি হলো
    দিলে ছুট সেই, ফিরলে না আজও আর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।