গ র ল

হাতিকে বলো জবরদস্ত
পাহাড়কে বলো অচল
চোখ থাকতেও দেখেনা যে
সে-ই কি তবে সচল?

পাখিকে বলো বিহংগ
আর পানিকে বলো তরল
তোমার কথার খোঁচার চেয়ে
বিষ কী অধিক গরল?

নদীকে যদি নারী বলো
নারীকে তবে বলবে কি?
যেমন খুশি খাল কাটো
কুমির আসলে কার কী!!

7 thoughts on “গ র ল

  1. লিখাটিতে গ র ল কাহিনীর সার্থকতা পেলাম। অভিনন্দন কবি জসীম উদ্দীন মুহম্মদ। :)

  2. পাখিকে বলো বিহংগ
    আর পানিকে বলো তরল
    তোমার কথার খোঁচার চেয়ে
    বিষ কী অধিক গরল? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।