আকাশ- আবীর

এমনো তো হতে পারতো
আমি হতেম জলভরা মেঘ, ☁🌧
ফোটা ফোটা অশ্রুঝরা 💦
বৃষ্টিবিলাসে ঝরে যেতাম
দূরের কোনো দ্বীপে? 🌊🐳

পরী হলে আমি
কেমন হতো বলো?
উড়ে উড়ে চাঁদের কোনে 🌙💫
ক্লান্ত হয়ে জিরিয়ে নিতাম
ঝিলের জলের পাশে। 🍀🐟🌳

ফোটা ফুল হয়ে
ঝরে যেতাম যদি 🌸
নাম না জানা বনে,
তুমি কাঁদতে কি
কিছু দুঃখ নিজের
মনে করে নিয়ে? 💌

এজন্মে মানুষ হয়েছি,
আর জন্মে হতে চাই
এক অবাক গোধূলি বেলা, 🌞🌈
মনে কোরো তুমি
প্রগাঢ় এক সন্ধ্যায়, ছিলাম
বিষাদে ভাসানো ভেলা। 🎋🏜

8 thoughts on “আকাশ- আবীর

  1. এজন্মে মানুষ হয়েছি, আর জন্মে হতে চাই
    এক অবাক গোধূলি বেলা, মনে কোরো তুমি
    প্রগাঢ় এক সন্ধ্যায়, ছিলাম বিষাদে ভাসানো ভেলা।

    ইমোজি ব্যবহারে কবিতার প্রাণ সঞ্চার হয়েছে কবি রোখশানা রফিক।

  2. রোম্যান্টিক কবিতায় ভালোবাসা কবি বোন রোখশানা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif 

মন্তব্য প্রধান বন্ধ আছে।