ট্র্যাকের দুই লাইনে কৃষ্ণ রাধা ভাব
ঐশ্বরিক প্রেমের পাঠ নিয়ে স্নাতকোত্তর
মনের হরেকরকম্বা ভুলভুলাইয়া
তাদের গলিপথ শাখা প্রশাখা
উত্তল অবতলে অনায়াস চারণ
টরেটক্কা ছাড়াই স্লিপারের দল
এ ওর কথা চালাচালি করে
স্বভাবসুলভ পিএনপিসির টকঝালমিষ্টি তে;
গম্ভীরা অমাবস্যায় ট্রেন চলে গেলে
উত্তাপে ছাড়খার হাত তবুও
কিছুতেই পৌঁছে দিতে পারেনা
এ ওর নরম বাহুতলে বশ্যতায়
ব্যালাস্টের অট্টহাসি বিদ্রুপ
করে পাথুরে অরোমান্টিকতায়
চৌষট্টি কোটি লোকাচারের ক্লিপ
আর ফিসপ্লেটের রক্তচোখে
বাঁধা হাত ছটপটে ইচ্ছেয়,
বিবশ রাত্রি শেষ হয়ে এলে
নির্মেদ ঘুণধরা ঘুম জাপটায়
ট্র্যাক ছুটে চলে এঁকেবেঁকে
যদি কোনোদিন কোনো এক
শান্ত গোধূলি ছায়ায় প্লেটোনিক
প্রেমের শেকল ছুঁড়ে ফেলে
দু হাতের উষ্ণতায় ধরা যায়
আজন্ম চাওয়া সেই পরকীয়া মুখ!
*************
3 thoughts on “রেকলেস রেলপথ”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেকদিন পর সৌমিত্র চক্রবর্তীর কবিতায় পুরোনো সেই মুগ্ধতা। কবিতার জয় হোক।
সুললিত লেখা।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।

