প্রিয় জন্মভূমি

কূল ভেঙ্গে যমুনায় জাগে চর
কাশ ফুলে শুভ্র ঢেউয়ের ঝড়
নক্ষত্রের আলো জ্বলে নিশিতে
জুঁই চামেলি ভিজে শিশিরে।
নদীর স্রোত সাগরে তলায়
জীবনের ক্ষণ মহাকালে হারায়
গগনচুম্বী দালান ধ্বসে যায়
উঠে রবি নতুন সভ্যতায়।
তোমার অশ্বত্থের পাতার বাতাস
জুড়িয়ে দেয় ক্লান্ত পথিকের পিয়াস
দিয়েছো কত স্নেহ কত অনুদান
কিছুই দিতে পারিনি তার প্রতিদান
একদিন আর থাকব না আমি
তুমি থেকো চিরদিন প্রিয় জন্ম ভূমি
তোমার আকাশে উঠে জ্যোৎস্না
যত দেখি যেন সাধ মিটে না।
ঘুমিয়ে যাবো চিরন্তন সুখে
ঠাই দিও মা তোমার বুকে
আমার ১০০ ব্রিলিয়ন দেহকোষ
তোমাতে মিশে হয়ে যাবে নিঃশেষ।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

4 thoughts on “প্রিয় জন্মভূমি

  1. 'মহাকালে হারায় … গগনচুম্বী দালান ধ্বসে যায় … উঠে রবি নতুন সভ্যতা।' গ্রেট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1.  অজস্র ধন্যবাদ প্রিয় মুরুব্বি।     

মন্তব্য প্রধান বন্ধ আছে।