কুটুম পাখি ডাকে

গ্রামের বাড়ি বাড়ি নয়
দোয়েল পাখির গান
শ্যামল শোভা, পুকুর ডোবা
খোঁপায় গোঁজা চাঁন।

ঝরা পাতার মর্মরেতে
কুটুম পাখি ডাকে
সেই ডাকেতে খোকাখুকু
ঘুমের স্বপ্ন আঁকে।

সেই স্বপ্নে মাখা থাকে
মেঘের ভালোবাসা
সবুজ ধানে কৃষক হাসে
জুড়ায় সবার আশা।
—————————————

ছড়াকারঃ সহযোগী অধ্যাপক, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

6 thoughts on “কুটুম পাখি ডাকে

  1. সুন্দর ছড়া পদ্য। সহজ লিখা সহজেই অন্তরে প্রবেশ করে কবি জসীম উদ্দীন। ধন্যবাদ। :)

  2. ঝরা পাতার মর্মরেতে
    কুটুম পাখি ডাকে
    সেই ডাকেতে খোকাখুকু
    ঘুমের স্বপ্ন আঁকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।