পেঁয়াজের দাম বেড়েছে
সব্জি চড়ছে গাছে
তোর তাতে কি?
আরে রাম পেঁয়াজ খেলে
রক্তচাপ ঠেলে
গতরখাকী!
লালফল ভালো জিনিস!
তোকে যে করবে ফিনিশ
ধুনকি চালে,
আরে ছোঃ ওই সব্জি
খেলেই হার্টকব্জি
থ মাতালে।
আমাদের নিউট্রিশিয়ান
বলেছেন ডালমেশিয়ান
পেঁয়াজ কি খায়?
দেখ্ তার চিকন চাকন
আর তুই হদ্দ মরন
ক্ষয় চেহারায়!
আমাদের ভোট ত’বিলে
এরকম আলেঢালে
ছাড় দিতে হয়,
নইলে শুক্যে যাবে
তরপানি দম হারাবে
জিরো মশায়।
বোকারাম পেঁয়াজি ছাড়
জানি তোর বেড়েছে বাড়
গলা তুলিস!
অ্যাইসা রদ্দা খাবি
হাজতে জান পচাবি
তুলবে পুলিশ।
দারুণ বিদ্রুপ কাব্য। মন ভরে গেলো দাদা।
তিতা মনের ছড়া ডেজারট ভাই।
রম্য কাব্য বড়ই চমৎকার হয়েছে দাদা
শব্দের ব্যবহার আরও মন কাড়ল
আমাদের কথ্য ভাষা শ্রদ্ধেয়া।
অভিনন্দন কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা নিও প্রিয় ভাই।
* সমসাময়িক প্রেক্ষাপটে বস্তুধর্মী কবিতা….
ঠিক বলেছেন কবি দিলওয়ার হুসাইন ভাই।
বাংলাদেশের পদ্য আর ভারতীয় পদ্য অনেকটাই স্বতন্ত্র মনে হয় আমার কাছে।
জ্বী সুমন ভাই। অল্প না ভালোই আলাদা।
ছড়ায় সমসাময়িকতা দেখতে পেলাম কবি দা।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
অসামান্য কবি সৌমিত্র দা।
শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা।
সুন্দর ।
শুভকামনা রইলো ।


ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
পেঁয়াজের বাজারে আগুন লাইগা গেছে দাদা। তাই এখ ক'দিন ধরে দেখছি, পেঁয়াজিতে পেঁয়াজ কুচি না দিয়ে শশা কুচি দিয়ে চালিয়ে যাচ্ছে।
আমার আশেপাশেও পেঁয়াজের বাজারে আগুন লাইগা গেছে নিতাই দা। শশাই ভরসা।