পেঁয়াজি

পেঁয়াজের দাম বেড়েছে
সব্জি চড়ছে গাছে
তোর তাতে কি?
আরে রাম পেঁয়াজ খেলে
রক্তচাপ ঠেলে
গতরখাকী!
লালফল ভালো জিনিস!
তোকে যে করবে ফিনিশ
ধুনকি চালে,
আরে ছোঃ ওই সব্জি
খেলেই হার্টকব্জি
থ মাতালে।

আমাদের নিউট্রিশিয়ান
বলেছেন ডালমেশিয়ান
পেঁয়াজ কি খায়?
দেখ্ তার চিকন চাকন
আর তুই হদ্দ মরন
ক্ষয় চেহারায়!
আমাদের ভোট ত’বিলে
এরকম আলেঢালে
ছাড় দিতে হয়,
নইলে শুক্যে যাবে
তরপানি দম হারাবে
জিরো মশায়।

বোকারাম পেঁয়াজি ছাড়
জানি তোর বেড়েছে বাড়
গলা তুলিস!
অ্যাইসা রদ্দা খাবি
হাজতে জান পচাবি
তুলবে পুলিশ।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “পেঁয়াজি

  1. রম্য কাব্য বড়ই চমৎকার  হয়েছে  দাদা

    শব্দের ব্যবহার আরও মন কাড়ল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. * সমসাময়িক প্রেক্ষাপটে বস্তুধর্মী কবিতা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. বাংলাদেশের পদ্য আর ভারতীয় পদ্য অনেকটাই স্বতন্ত্র মনে হয় আমার কাছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  4. পেঁয়াজের বাজারে আগুন লাইগা গেছে দাদা। তাই এখ ক'দিন ধরে দেখছি, পেঁয়াজিতে পেঁয়াজ কুচি না দিয়ে শশা কুচি দিয়ে চালিয়ে যাচ্ছে।      

    1. আমার আশেপাশেও পেঁয়াজের বাজারে আগুন লাইগা গেছে নিতাই দা। শশাই ভরসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।