ব্ল্যাঙ্ক

বেশ, তাহলে দুর্গাও চলে গেল হাত নেড়ে অকালে,
আজ মহরম, কদিন পরেই আলোর হুল্লোড়
আর অবশ্যই শব্দ বাজীর, তারপর-
একঘেয়ে শীতকালীন বিছানা ছাড়ার বিরক্তি
অফিসের নৈমিত্তিক কিচিরমিচির
ঝুম সন্ধ্যেয় তমো সত্ত্ব রজোঃ সবকটা শয়তানী
আঙুলের কিলবিল খেলার ফাঁকে
ও কুমির, তোর জলকে নেমেছি…

সেই কিশোরবেলা থেকেই পছন্দের প্রিয়
মুখদের কিছুতেই বলে উঠতে পারিনি
মাত্র চার অক্ষরের আদিম অথচ
সর্বব্যাপ্ত রোমান্টিক শব্দটা,
প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে
দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে
অবশ্যম্ভাবী পতনের ঝোঁক রুখে দিত:
অথচ আমার শরীরের অলিগলিতে
আনাগোনা করতো গাছ ফুল প্রশাখা
মৌমাছি গঙ্গাফড়িং হরহামেশাই,
অথচ মানুষের সামনে জিভের ওজন
একশো টনেরও বেশী, তোলে কার সাধ্যি!

উৎসবের ফুলঝুরির রোশনাই ফুরিয়ে গেলে
আমার শৈশব, আমার কিশোরবেলা
আতঙ্কিত হয়ে মায়ের হারিয়ে যাওয়া
আঁচল খোঁজে ডুবন্ত জাহাজী মৃত্যুভয়ে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

18 thoughts on “ব্ল্যাঙ্ক

  1. সেই কিশোরবেলা থেকেই পছন্দের প্রিয়
    মুখদের কিছুতেই বলে উঠতে পারিনি
    মাত্র চার অক্ষরের আদিম অথচ
    সর্বব্যাপ্ত রোমান্টিক শব্দটা, https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif 

    দারুণ কথামালা ……..ভালো লেগেছে

  2. বক্তব্য প্রধান অসাধারণ একটি কবিতা। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. "অথচ আমার শরীরের অলিগলিতে
    আনাগোনা করতো গাছ ফুল প্রশাখা
    মৌমাছি গঙ্গাফড়িং হরহামেশাই,
    অথচ মানুষের সামনে জিভের ওজন
    একশো টনেরও বেশী, তোলে কার সাধ্যি!"

     

    অসাধারণ লিখেছেন দাদা ।  

  4. ঝুম সন্ধ্যেয় তমো সত্ত্ব রজোঃ সবকটা শয়তানী
    আঙুলের কিলবিল খেলার ফাঁকে
    ও কুমির, তোর জলকে নেমেছি…

    মোটকথা অসাধারণ এক কবিতা। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।      

  5. কদিন পরেই আলোর হুল্লোড়
    আর অবশ্যই শব্দ বাজীর, তারপর-
    একঘেয়ে শীতকালীন বিছানা ছাড়ার বিরক্তি।

    সেই চেনা জীবনে ফিরে যাওয়া তাই না সৌমিত্র চক্রবর্তী দা!!!!!!!!! :)

    1. সেই চেনা জীবনে ফিরে যাওয়া কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. জীবন আর কবিতার জয় হোক কবি সৌমিত্র চক্রবর্তী। জীবন চলবে জীবনের মতো ব্ল্যাঙ্ক।

    1. সেই ভালো প্রিয় ভাইয়া। ভালো থেকো সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে
    দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে
    অবশ্যম্ভাবী পতনের ঝোঁক রুখে দিত:

     

    * রচনার অসাধারণত্ব বেশ লক্ষ্যণীয়…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  8. প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।