বেশ, তাহলে দুর্গাও চলে গেল হাত নেড়ে অকালে,
আজ মহরম, কদিন পরেই আলোর হুল্লোড়
আর অবশ্যই শব্দ বাজীর, তারপর-
একঘেয়ে শীতকালীন বিছানা ছাড়ার বিরক্তি
অফিসের নৈমিত্তিক কিচিরমিচির
ঝুম সন্ধ্যেয় তমো সত্ত্ব রজোঃ সবকটা শয়তানী
আঙুলের কিলবিল খেলার ফাঁকে
ও কুমির, তোর জলকে নেমেছি…
সেই কিশোরবেলা থেকেই পছন্দের প্রিয়
মুখদের কিছুতেই বলে উঠতে পারিনি
মাত্র চার অক্ষরের আদিম অথচ
সর্বব্যাপ্ত রোমান্টিক শব্দটা,
প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে
দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে
অবশ্যম্ভাবী পতনের ঝোঁক রুখে দিত:
অথচ আমার শরীরের অলিগলিতে
আনাগোনা করতো গাছ ফুল প্রশাখা
মৌমাছি গঙ্গাফড়িং হরহামেশাই,
অথচ মানুষের সামনে জিভের ওজন
একশো টনেরও বেশী, তোলে কার সাধ্যি!
উৎসবের ফুলঝুরির রোশনাই ফুরিয়ে গেলে
আমার শৈশব, আমার কিশোরবেলা
আতঙ্কিত হয়ে মায়ের হারিয়ে যাওয়া
আঁচল খোঁজে ডুবন্ত জাহাজী মৃত্যুভয়ে।
সেই কিশোরবেলা থেকেই পছন্দের প্রিয়
মুখদের কিছুতেই বলে উঠতে পারিনি
মাত্র চার অক্ষরের আদিম অথচ
সর্বব্যাপ্ত রোমান্টিক শব্দটা,
দারুণ কথামালা ……..ভালো লেগেছে
ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
বক্তব্য প্রধান অসাধারণ একটি কবিতা। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন আহমেদ ভাই।
"অথচ আমার শরীরের অলিগলিতে
আনাগোনা করতো গাছ ফুল প্রশাখা
মৌমাছি গঙ্গাফড়িং হরহামেশাই,
অথচ মানুষের সামনে জিভের ওজন
একশো টনেরও বেশী, তোলে কার সাধ্যি!"
অসাধারণ লিখেছেন দাদা ।
শুভেচ্ছা কবি বোন রুকশানা হক।
মোটকথা অসাধারণ এক কবিতা। শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দাদা।
শুভেচ্ছা জানবেন কবি নিতাই বাবু।
কদিন পরেই আলোর হুল্লোড়
আর অবশ্যই শব্দ বাজীর, তারপর-
একঘেয়ে শীতকালীন বিছানা ছাড়ার বিরক্তি।
সেই চেনা জীবনে ফিরে যাওয়া তাই না সৌমিত্র চক্রবর্তী দা!!!!!!!!!
সেই চেনা জীবনে ফিরে যাওয়া কবি বোন সাজিয়া আফরিন।
জীবন আর কবিতার জয় হোক কবি সৌমিত্র চক্রবর্তী। জীবন চলবে জীবনের মতো ব্ল্যাঙ্ক।
সেই ভালো প্রিয় ভাইয়া। ভালো থেকো সবসময়।
প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে
দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে
অবশ্যম্ভাবী পতনের ঝোঁক রুখে দিত:
* রচনার অসাধারণত্ব বেশ লক্ষ্যণীয়…


ভালোবাসা কবি হুসাইন ভাই।
প্রত্যাখ্যানের কল্পিত গল্পরা চারপাশে দেওয়াল তুলে ভালোবাসাবাসির গিরিখাতে।
ভালোবাসা কবি বোন শাকিলা তুবা।