অনুভূতির অনুপ্রকাশ

নই তো প্রস্তরখন্ড, কাঠ কয়লা কিংবা ধূলিকণা
নই তো কোন জীবাশ্ম বা হাসপাতালের বিছানায়
কোমায় যাওয়া কোন জীবন্মৃত।
নই তো প্রদীপের সলতে,
তেল আর আগুন ব্যাতিরেকে
যার নেই কোন কার্যকারিতা।
নই তো সফেদ সুনীল আকাশ,
যার নেই নিজস্ব কোন অনুভূতি
হয়তো তাকে নিয়ে লেখা যায় কবিতা,
দেখা যায় স্বপ্ন।
নই তো বিস্তৃর্ণ সাগরের উত্তাল ঊর্মিমালা,
যাকে সাক্ষী রেখে
পৌছানো যায় স্বপ্নের কোন দেশে।
নই তো কাদামাটির কোন প্রতিমা,
আনন্দে হই উথলিত, কষ্টে ব্যথিত।
আমারও আছে অনুভূতি, যেমন লজ্জাবতী লতা।

14 thoughts on “অনুভূতির অনুপ্রকাশ

  1. কাট্ কাট্ শব্দে স্ট্রেইট এবং শব্দ-মেদহীন একটি কবিতা। শুভেচ্ছা জামান আরশাদ ভাই। 

  2. বৃষ্টিদিনের অলসতায় পরম সুখে আপনার লিখা পড়লাম স্যার জামান আরশাদ। 

    ( কবি বলা যাবে না, মি. বলা যাবে না, বিরাট অশান্তিতে আছি  ) devil

    1. হাহাহা,

      বেশি অশান্তিতে না থেকে যেই সম্মোধন ভাল লাগে করতে পারেন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।