এই আমি ও মধুরিমা

মধ্যরাতের ছায়ামানব এই আমি।
একাকী অলস সময়গুলো কাটে না আর এখন কিছুতেই।
বিরক্তিকর প্রহরগুলো যাতনা বাড়ায় কেবল ই….।
ভাবি বসে আমার নিঃসঙ্গ অধ্যায় নিয়ে।
আকাশ তোমার কাছে একটা প্রশ্ন ছিলো…….
তুমি তো সাক্ষী ছিলে,
ইচ্ছেঘুড়ি চেপে এলোমেলো দুরে কোথাও যেতে…….
চেয়েছিলাম তো এই আমি ও মধুরিমা।

কালো-কালো পাখিগুলি বাকা ঝাঁক বেধে উড়ে চলে যেথায়।
তোমার বুকের কাছাকাছি।
তোমার স্নেহের ছায়ায় ….।
দেখতাম বসে বসে প্রায় আমরা।
আকাশ তোমার বুকটা কতই না নীল,
অজানা রঙের পাখীগুলো ক্রমশ আরো ছোট হতে হতে বিন্দু হয়ে যায়,
যেন তোমার বুকে কালো কালো তিলক হয়ে ফুটে আছে।

অথবা নক্ষত্রেভরা রাতে নিস্তব্ধ চরাচরে….,
দূরে বনমাথায় ঝিকিমিকি জোনাকির আলোয়।
যেমনি করে আমরা মিশে যেতে চাইতাম ……..

আমাকে তুমি আবার অনুপ্রেরণা দাও।
নিঃসঙ্গতা দুর করে আবার তোমার শুক্লাতিথির পূর্ণিমার চাঁদের-
আলোয় পথ দেখাও…….।

যাতে আমি আবার পৌছে যেতে পারি তোমার বুকে।
শুধু আমি নই সাথে মধুরিমা আসবে হয়তো ….
দেখা হবে তোমার বুকের মধ্যিখানে যেখানটায় আকাশ অনেকটা নীল।
দিনগুলি হবে হাজার রঙে রাঙানো অবাস্তব স্বপ্নীল।
রাতগুলো হবে বর্ণাঢ্য, নক্ষত্রের আলোয় উজ্জ্বালিত।
আমি ফিরতে চাই…..।
আমি আর মধুরিমা দুজনে একসাথে ই ফিরতে চাই …..

22 thoughts on “এই আমি ও মধুরিমা

  1. অজানা রঙের পাখীগুলো ক্রমশ আরো ছোট হতে হতে বিন্দু হয়ে যায়,
    যেন তোমার বুকে কালো কালো তিলক হয়ে ফুটে আছে।

    সুন্দর এবং রোম্যান্টিক কবি ভাই। :)

  2. কবিতা হিসেবে লেখাটি মানানসই হয়েছে মনে হলো। অভিনন্দন কবি ইসিয়াক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. দেখা হবে তোমার বুকের মধ্যিখানে যেখানটায় আকাশ অনেকটা নীল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. আমাকে তুমি আবার অনুপ্রেরণা দাও।
    নিঃসঙ্গতা দুর করে আবার তোমার শুক্লাতিথির পূর্ণিমার চাঁদের-
    আলোয় পথ দেখাও…….।

     

    * সুন্দর আহ্বান…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  5. মধ্যরাতের ছায়ামানব এই আমি।
    একাকী অলস সময়গুলো কাটে না আর এখন কিছুতেই।
    বিরক্তিকর প্রহরগুলো যাতনা বাড়ায় কেবল ই….।
    ভাবি বসে আমার নিঃসঙ্গ অধ্যায় নিয়ে।

    আমি দাদা, ভোররাত পর্যন্ত সবসময়ই জেগে থাকি। তবে নিঃসঙ্গ নই। মাঝেমধ্যে একটু আধটু বকাঝকা শুনতে হয়, এই আর কি!     

    কবিতা কিন্তু দারুণ হয়েছে শ্রদ্ধেয় ইসিয়াক দাদা। পাঠে মুগ্ধ হলাম।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।