ভোঁতা অনুভূতির গল্প

কিছু কিছু অনুভূতি আগেই ভোঁতা হয়েছিলো
এখন সময়ের সাথে টাইমের পাল্লা দিয়ে ভোঁতার লাইন
কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!

অনেকদিন মেশক, আম্বর, জাফরানের খুশবাই পাইনা
দানাদার এলাচ, দারচিনি লং ওদেরও…..
বিপন্ন বাতাসে কেবল মুখে কুলুপ এঁটে থাকার গন্ধ!

এখন আমি দারুচিনি দ্বীপের কথা ভাবি
পাহাড়ের কাছে দীক্ষিত হওয়ার কথা ভাবি
নীরবতার কাছে শিক্ষিত হওয়ার কথাও ভাবি!

তবুও যদি ফিরে পাই কিছু কিছু ভোঁতা অনুভূতির গল্প!

7 thoughts on “ভোঁতা অনুভূতির গল্প

  1. যদি ফিরে পাই কিছু কিছু ভোঁতা অনুভূতির গল্প! স্বপ্ন প্রত্যাশাই জীবন প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. এখন সময়ের সাথে টাইমের পাল্লা দিয়ে ভোঁতার লাইন
    কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

    বাস্তব চিন্তা। কখনও সখনও আমারও হয়। মনে হয় সময়টা ঘোরে কাটছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif 

  3. সাফল্য কামনা করি কবি জসীম উদ্দীন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।