যখন-
গোড়ালির হাড়ে চিড় ধরেছে
ভাঁজ ভাঙতে কুকড়ে ওঠে হাঁটু
পায়ের পাতায় তীব্র ক্ষরণ
যিশু নও জেনেও নিয়তি গেঁথে যায় তারকাটা
পা হতে কপাল পর্যন্ত ক্লান্তিহীন
তখন-
পৃথিবী ঘুরছে সাবলীল, থেমে নেই চারপাশ।
বস্তুত
সকল সংকট ও শোকে
পতন ও উত্তরণে
মিলন ও আনন্দে
সঙ্গম ও বিচ্ছেদে
কিরণ ও তমসায়
স্থবির ও ঘূর্ণিপাকে
নির্লিপ্ততাই পৃথিবীর আদিধর্ম
নিঃস্পৃহতাই সময়ের মূলনীতি।
সমুদয় দীনতা ও কাঙালপনা
উচ্ছাস ও অধোগমন
পীড়ন ও প্রণয়াকাঙ্ক্ষা
যাপন ও আত্মহত্যা
রোদ্দুর ও জোছনার ঋণ
মানুষের আজন্ম দায় ও অনারোগ্য মাথাব্যাথা।
পৃথিবী, সময় ও মানুষের ব্যাকরণ ভেঙে
আপন শরীর ও আত্নাকে তুচ্ছ করে করে যে বাঁচে
তার আজ খুব জ্বর, তেষ্টা ভীষন
অথচ তার গন্তব্য বহুদূর- যার কাছে পরে আছে মন।
অকবিতার চতুর্থ ঝড়ের মুখোমুখি। অসাধারণ।
জন্ম থেকে আমিও ঘুরছি পৃথিবীর সাথে। এই ঘুরাঘুরি শেষ হবে যেদিন, সেদিন পৃথিবীর ঘোরাও বন্ধ হয়ে যাবে। অসাধারণ লিখেছেন, শ্রদ্ধেয় কবি দাদা।
পৃথিবী ঘুরছে সাবলীল, থেমে নেই চারপাশ। শুনতাম সময়টা হয় ক্ষণস্থায়ী এখন দেখি দীর্ঘসময়ই কাটাতে হয় আমাদের। এভাবেই।
ভালো থাকুন আবু সাঈদ আহমেদ ভাই।
সুস্থ্য উঠুন ভাই। আপনার জন্য দোয়া।
পৃথিবী ঘুরছে সাবলীল, থেমে নেই চারপাশ।
সময় ভালো আসুক কবি।
পৃথিবী, সময় ও মানুষের ব্যাকরণ ভেঙে
আপন শরীর ও আত্নাকে তুচ্ছ করে করে যে বাঁচে
তার আজ খুব জ্বর, তেষ্টা ভীষন
অথচ তার গন্তব্য বহুদূর- যার কাছে পড়ে আছে মন।
* অসাধারণ…


সুন্দর
শুভকামনা রইল কবি
শুভকামনা
এমন আধুনিক ধারার লেখা আমার খুব পছন্দ। অসাধারণ একটা অভিঘাত পেলাম; মন ভরে গেলো!