আমি যেদিন হবো ঝরা শিউলি,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা।
পথে যেতে যেতে হঠাৎ দেখা,
পথের শেষই আমার ঠিকানা।
আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয়।
বুনোফুল আমি, আমার গন্ধ
আসলেই এমনি হয়।
এ পৃথিবীর পরে এসেছিনু আমি,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায়।
তোমাদের নির্লোভ ভালোবাসা,
আমায় করেছে আপ্লুত।
সেটুকু ই আমার মাথার মণি,
শত শ্রদ্ধায় অবনত।
অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য।
ভালোবাসা তাই এত মোহময় রূপে,
হয়ে ওঠে প্রকাশ্য।
পদ্য কবিতা পড়তে সহজ লাগলেও লিখতে ভীষণ পরিশ্রম। অভিনন্দন মি. ইসিয়াক।
শুভকামনা জানবেন মুরুব্বী
কিছু দিনের তরে হায়। শুধু হয়ে রব তোমাদের স্মৃতি হয়তো রয়ে যাবো ভাবনায়।
ধন্যবাদ ভাইয়া
তারপরও শিউলী ভালোবাসা কবি ইসিয়াক ভাই।
আপনাকে প্রীতি ও ভালোবাসা
সুন্দর পদ্য কবিতা কবি ভাই।
ধন্যবাদ আপু
স্নিগ্ধতা।
শুভেচ্ছা রইলো
ভালো লিখেছেন কবি ভাই।
ধন্যবাদ তুবা আপু
শুকরিয়া
এ পৃথিবীর পরে এসেছিনু আমি,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায়।
* সুন্দর….
কেমন আছেন ভাইয়া ?
শুভরাত্রি
জীবন সেতো এক শিশির বিন্দু কবি শুভকামনা রইল
আপনার কবিতা পড়ে আমি এখানেই থেমে গেলাম। আমি এখানেই থেকে গেলাম!