ঝরা শিউলি

আমি যেদিন হবো ঝরা শিউলি,
খুঁজোনা আমার তোমরা খুঁজোনা।
পথে যেতে যেতে হঠাৎ দেখা,
পথের শেষই আমার ঠিকানা।

আমি হারাবো যবে অনন্তের পথে,
যেথা তারা সকল ফুটে রয়।
বুনোফুল আমি, আমার গন্ধ
আসলেই এমনি হয়।

এ পৃথিবীর পরে এসেছিনু আমি,
কিছু দিনের তরে হায়।
শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
হয়তো রয়ে যাবো ভাবনায়।

তোমাদের নির্লোভ ভালোবাসা,
আমায় করেছে আপ্লুত।
সেটুকু ই আমার মাথার মণি,
শত শ্রদ্ধায় অবনত।

অদেখা জগতের অচেনা সাথীদের
স্বার্থ হেথায় অদৃশ্য।
ভালোবাসা তাই এত মোহময় রূপে,
হয়ে ওঠে প্রকাশ্য।

18 thoughts on “ঝরা শিউলি

  1. পদ্য কবিতা পড়তে সহজ লাগলেও লিখতে ভীষণ পরিশ্রম। অভিনন্দন মি. ইসিয়াক।

  2. কিছু দিনের তরে হায়। শুধু হয়ে রব তোমাদের স্মৃতি হয়তো রয়ে যাবো ভাবনায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. তারপরও শিউলী ভালোবাসা কবি ইসিয়াক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. এ পৃথিবীর পরে এসেছিনু আমি,
    কিছু দিনের তরে হায়।
    শুধু হয়ে রব তোমাদের স্মৃতি
    হয়তো রয়ে যাবো ভাবনায়।

    * সুন্দর…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. জীবন  সেতো এক শিশির বিন্দু কবি  শুভকামনা রইল 

  6. তোমাদের নির্লোভ ভালোবাসা,
    আমায় করেছে আপ্লুত।
    সেটুকু ই আমার মাথার মণি,
    শত শ্রদ্ধায় অবনত।

    আপনার কবিতা পড়ে আমি এখানেই থেমে গেলাম। আমি এখানেই থেকে গেলাম!     

মন্তব্য প্রধান বন্ধ আছে।