শহরে হেমন্ত নেই!
কখন সে শুরু হলো এই হেমন্তের আনাগোনা
ইটের কাঠের শহরে হেমন্ত দেখা যায় না
এই শহরে দেখা যায় গ্রীষ্ম বর্ষা শরত–
আর শীত বসন্তের কিছু শোভিত নমুনা
কিন্তু হেমন্ত নেই, হেমন্তকে কেউ চেনে না
হেমন্তকে ডাকে না, হেমন্ত কী তা জানেও না!
যেখানে আছে হেমন্ত!
গ্রাম ছেড়ে গ্রামান্তরে বাংলার চিরসবুজ প্রান্তরে
শরতের শেষে মিষ্টি শীতে কৃষকের ঘরে ঘরে
অল্প জলে ভেসে থাকা শাপলা ফুলের ছোঁয়ায়–
সোনালি ধান কাটার শেষে কৃষকের গানের সুরে!
কুয়াশার সকালে সারিবদ্ধ খেজুরগাছ খেতের দ্বারে
শহরে আছে দূষিত বাতাস, তাই হেমন্ত নেই শহরে।
এখানে হেমন্তের গন্ধ নেই!
কৃষক নেই কৃষাণী নেই ফসলের জমি নেই
মৌসুমি রবিশস্য নেই আমনধানের গন্ধ নেই
আছে শহরের চারদিকে গড়ে উঠা অট্টালিকা–
শিল্প কল-কারখানা, বাগান নেই গাছপালা নেই!
ধানের সুগন্ধি নেই পিঠাপুলির আয়োজন নেই
আছে বর্জ্যের পঁচা দুর্গন্ধ, হেমন্তের গন্ধ নেই!
ছবি ইন্টারনেট থেকে।
শহরে হেমন্ত নেই! যেখানে আছে হেমন্ত! এখানে হেমন্তের গন্ধ নেই! কবিতার পরম্পরা আমার কাছে চমৎকার লেগেছে। আত্মগল্প কবিতা রম্য সব খানেই আপনি সফল।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধেয় দাদা।
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম কবি নিতাই বাবু। আসলেই সুন্দর হয়েছে।
সুন্দর মন্তব্যের জন্য সহস্রবার ধন্যবাদ, শ্রদ্ধেয় কবি সুমন দাদা।
ধানের সুগন্ধি নেই পিঠাপুলির আয়োজন নেই
আছে বর্জ্যের পঁচা দুর্গন্ধ, হেমন্তের গন্ধ নেই!
সত্য কথা কবি নিতাই দা। অনেক কিছুই জীবন থেকে হারিয়ে গেছে।
এই শহরের যা-কিছু আছে, সবই টাকার বিনিময়েই আছে, শ্রদ্ধেয় কবি সাজিয়া দিদি। শহুরে মানুষ আজকাল নিজ ঘরে পিঠাপুলি না বানিয়ে দোকান থেকে কিনে পিঠার স্বাদ মেটায়।
শহরে আছে দূষিত বাতাস, তাই হেমন্ত নেই শহরে।
শীতলক্ষ্যা নদীর পাড়ে যাওয়া যায় না, পানির গন্ধে! যেতে হয় নাকে রুমাল বেধে। সুন্দর মন্তব্যের শুভেচ্ছা জানবেন দাদা।
কুয়াশার সকালে সারিবদ্ধ খেজুরগাছ ক্ষেতের দ্বারে
শহরে আছে দূষিত বাতাস, তাই হেমন্ত নেই শহরে।
* অনেক সুন্দর কবিতা….
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধেয় কবি দাদা।
দূষিত হচ্ছে নগর নগরী আমাদের চারিপাশ। শুভকামনা প্রিয় কবি দা।
তাই আর শহরে কোনও ঋতু বুঝা যায় না, শ্রদ্ধেয় কবি দিদি। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
কৃষক নেই কৃষাণী নেই ফসলের জমি নেই
মৌসুমি রবিশস্য নেই আমনধানের গন্ধ নেই
আছে শহরের চারদিকে গড়ে উঠা অট্টালিকা–
হ্যাঁ, শ্রদ্ধেয় কবি দাদা৷ ঠিক তা-ই তো দেখি!
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
নগরায়ণে সব বদলে গেছে দাদা
শুভকামনা
আপনার জন্যও শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় কবি দিদি।