বিমূর্ত

রক্তজবার মতো যতটা বর্ণিল ততটা নও কোমল
ইথারের ওপারের শব্দ তরঙ্গের মত বুনো স্বপ্নজাল
মোহান্ধ হয়ে ডুব দাও; তলদেশে পাথারের প্রান্ত সীমায়
অন্তহীন ভালোবাসায় খুঁজে ফেরো কোন এক অজানায়।

অলস তন্দ্রায় স্বপ্নালোকের অভিনয়ে হয়ে মত্ত
জীবন তরী বেয়ে চলি; সুখের খোঁজে ডাকি তারে উদাত্ত
মুখোশ আড়ালে লুকিয়েছি দেহ-মন; মুখোশের মাঝে সুখ
জীবন গঙ্গায় ঝড় এলো, তবু মলিন করিনি মুখ।

আশাহত হয়েও রচি আশার গীতি; আশাই জীবন পণ
অভিনয়ে মত্ত জগত সংসার, অভিনয়ে সঁপি দেহ মন
স্বপ্ন রাজ্যের জাল পেতেছি; যেন পড়েছে স্বপ্ন কুড়াবার ধুম
দেখেনি কেউ আমায়, দেখাতে চাইনি কভু; যেমন কাটে অহর্নিশ নির্ঘুম।

16 thoughts on “বিমূর্ত

  1. স্বপ্ন রাজ্যের জাল পেতেছি; যেন পড়েছে স্বপ্ন কুড়াবার ধুম
    দেখেনি কেউ আমায়, দেখাতে চাইনি কভু; যেমন কাটে অহর্নিশ নির্ঘুম।

    শব্দমিলের খেলা অসাধারণ উঠে এসেছে প্রিয় কবি স্যার। অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * অনেক  অনেক ধন্যবাদ প্রিয় অনুপ্রেরণাদাতা মুরুব্বী…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দিলওয়ার হুসাইন ভাইয়ের কবিতাকে আমার কখনো অসুন্দর মনে হয় নি। শুভেচ্ছা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * অনেক ধন্যবাদ প্রিয় কবি সুমন ভাই…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. পূর্ণ কবিতা প্রিয় কবি ভাই। সাফল্য তো আছেই আরও কামনা করলাম। :)

    1. * অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি দি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আশাহত হয়েও রচি আশার গীতি; আশাই জীবন পণ
    অভিনয়ে মত্ত জগত সংসার, অভিনয়ে সঁপি দেহ মন

    আশার সাথেই যুদ্ধ করে বেঁচে আছি। জীবন আছে তো, আশা আছে! আশাই বেঁচে থাকার স্বাদ মেটায়। 

    অবেক সুন্দর একটা কবিতা উপহার দিলেন, শ্রদ্ধেয় কবি দিলওয়ার দাদা। আপনাকে শুভেচ্ছা।         

মন্তব্য প্রধান বন্ধ আছে।