এই যে তুমি বারবার আমাকে জিজ্ঞেস করছো আমি কেমন আছি? কেমন আছি?
বিশ্বাস করো আমি একদমই ভালো নাই।
এভাবে কি সত্যিই বাঁচা যায়? আমিতো না মরে শুধু খুঁড়িয়ে খুঁড়িয়ে বেঁচে আছি;
যদি হাতটা বাড়াও তবে আমি বেঁচে যাই।
এই যে তুমি বারবার একই প্রশ্ন করো আমাকে আমি ঠিক কতটা ভালোবাসি?
আকাশের থেকে বড় উপমা এখানে নেই।
বৃষ্টির জলের মতো পরিশুদ্ধ আর নিরেট ভালোবাসা তোমার জন্যই তুলে রাখি;
আর বুদ হয়ে থাকি তাই শুধু তোমাতেই।
কবিতায় যতটা না বলা হয়েছে, তার ঢের বেশী কথা রয়েছে প্রচ্ছদ ছবিতে। অসাধারণ।
আন্তরিক ধন্যবাদ মুরুব্বী
বৃষ্টির জলের মতো পরিশুদ্ধ আর নিরেট ভালোবাসা তোমার জন্যই তুলে রাখি;
আর বুদ হয়ে থাকি তাই শুধু তোমাতেই।
চমৎকার রোমান্টিক কবিতা কবি মোস্তাক ভাই।
বৃষ্টির জলের মতোই পরিশুদ্ধ রইলো সুমন ভাই
ভালোবাসাময় ভালোবাসা কবি কাজী জুবেরী মোস্তাক ভাই।
জ্বী দাদাভাই
সুন্দর কবিতা।
আপনার আন্তরিক মন্তব্য পেয়ে আমি অনুপ্রাণিত
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালোবাসা রইলো দিদিভাই
যদি হাতটা বাড়াও তবে আমি বেঁচে যাই।
ভালোবাসা অহর্নিশ
এক কথায় খুবি ভালো কবিতা।