পিয়ারা নবী

তিমির যুগে ফুটলো আলো
মা আমিনার কোলে।
সবাই তাঁকে বাসতো ভালো
ডাকতো আল আমীন বলে।

বড় হয়ে ব্যবসা করেন
পান খাদিজা মা কে
সুখে দুখে পাশে ছিলেন
অভয় দিতেন তাঁকে।

হেরা গুহায় এবাদতে
রত ছিলেন তিনি।
আদেশ হলো “পড়ো রবের নামে”
সৃষ্টিকতা যিনি।

ইসলাম প্রচার করতে গিয়ে
সহ্য করেন অশেষ নির্যাতন।
জিহাদ করে প্রতিষ্ঠা করেন
ক্বোরআনের আইন প্রবর্তন।

এই মহাপুরুষ ছিলেন মোদের
মুহাম্মাদ রাসুলুল্লাহ সঃ।
ছিলেন তিনি সবার সেরা
হাবিবে আল্লাহ।

18 thoughts on “পিয়ারা নবী

  1. মহাপুরুষ ছিলেন মোদের মুহাম্মাদ রাসুলুল্লাহ সঃ।
    ছিলেন তিনি সবার সেরা হাবিবে আল্লাহ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. মনটা পবিত্র এক স্নিগ্ধতায় আচ্ছন্ন হয়ে গেলো আপা।

    1. ধন্যবাদ সাজিয়া ভালো লাগলো  এই আমেজ বাকিটা পার হোক শুভকামনা রইল আপু 

    1.  লাখো সালাম ও দরুদ রাসুল সঃ প্রতি নিবেদন

      কৃতজ্ঞতা, মুরুব্বি নামটি যথাযথ কাজেও শুকরিয়া সাজিয়ে  দেবার জন্য

      অগনন শুভকামনা রইল 

  3. এই মহাপুরুষ ছিলেন মোদের
    মুহাম্মাদ রাসুলুল্লাহ সঃ।
    ছিলেন তিনি সবার সেরা
    হাবিবে আল্লাহ।

    দয়া করো হে দয়াল নবী! 

    1. ধন্যবাদ দাদা  সত্যি তাই শুভকামনা অশেষ 

      ( যখন  সবাই  স্রষ্টার ভয়ে ইয়ানফছি ইয়ানফছি করবে তখন  দয়াল নবী এগিয়ে আসবেন যদি নসিবে হয়) 

  4. পৃরিয় নবীজীকে নিয়ে অসাধারণ মমতাময় লিখাটি মন ছুঁয়ে গেলো। আপনার জন্য অশেষ শুভকামনা    

    1. সালাম   ভালো লাগা থাকুক বাকিটা  সময়ও 

      শুভকামনা আপু 

মন্তব্য প্রধান বন্ধ আছে।