নিরস্ত্রীকরণ শব্দের চাতুর্য ধরতেই
বদলে গেছে যুদ্ধের প্রহর —–
এখন যুদ্ধের জন্যে
হন্যে হওয়া অস্ত্র লাগেনা,
সসাগরা যুদ্ধক্ষেত্র জুড়ে
যুদ্ধমগ্ন শেষের দশকে
প্রতিকোন অস্ত্রলিপ্ত
শোক ও সন্তাপে।
নিরস্ত্রীকরণ শব্দের চাতুর্য ধরতেই
বদলে গেছে যুদ্ধের প্রহর —–
এখন যুদ্ধের জন্যে
হন্যে হওয়া অস্ত্র লাগেনা,
সসাগরা যুদ্ধক্ষেত্র জুড়ে
যুদ্ধমগ্ন শেষের দশকে
প্রতিকোন অস্ত্রলিপ্ত
শোক ও সন্তাপে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সসেমিরা – [বিশেষ্য পদ] সঙ্কটজনক অবস্থা; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা।
অভিধানের এই বাক্য বিশ্লেষণ সঠিক হলো কিনা জানিনা, তারপরও বলি লিখা অসাধারণ।
* অসাধারণ প্রকাশ….
দীর্ঘদিন পর আপনার কবিতা পড়লাম কবি।
শুভেচ্ছা নেবেন আপু।
ভালোবাসা কবি বোন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দি।