গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব)

গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া
আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব)

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে সবুজ ছায়ে
আছে ছোট ছোট ঘর,
সামনে দিয়ে বইছে নদী
কুলু কুলু নিরন্তর।

আমার গাঁয়ে পথের বাঁয়ে
নয়ন দিঘির ঘাট,
উত্তরে ওই যায় যে দেখা
কাঁকন তলার মাঠ।

আকাশপারে পূবের কোণে
সকালে সোনার রবি,
সোনার আলো কিরণ ছড়ায়
ভাসে অপরূপ ছবি।

তরুর শাখে পাখিরা গাহে
ফুল ফোটে ফুল বনে,
ফুলের কলি ফুটে সকলি
ধেয়ে আসে অলিগণে।

পথের বাঁকে কলসী কাঁখে
দাঁড়িয়ে গাঁয়ের বধূ,
সামনে দিয়ে ভুলো কুকুর
হাঁক দেয় শুধু শুধু।

রাঙামাটির পথের ধূলো
উড়িয়ে গরুর গাড়ি,
সেই গাড়িতে বোঝাই করা
মাটির কলসী হাঁড়ি।

তালদিঘিতে সাঁতার কাটে
বুনো হাঁসদের দল,
পানকৌড়িরা জলের ধারে
ডুব দেয় অবিরল।

দুপুর হলে গামছা পরে
ছেলেরা স্নানের ঘাটে,
ঘাটেতে বসে সাবান মাখে
কেহবা সাঁতার কাটে।

বিকাল হলে পাড়ার মাঠে
পড়ে আসে যবে বেলা,
সবাই মিলে জুটে সকলে
খেলে ফুটবল খেলা।

দিনের শেষে পাখিরা যবে
ফেরে আপন বাসায়,
আমার গাঁয়ে আঁধার নামে
বাজে সাঁঝের সানাই।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

10 thoughts on “গাঁয়ে আছে স্নেহছায়া …….আছে মায়া আমার গাঁয়ের কবিতা-৯ (নবম পর্ব)

  1. দিনের শেষে পাখিরা যবে
    ফেরে আপন বাসায়,
    আমার গাঁয়ে আঁধার নামে
    বাজে সাঁঝের সানাই।

    সুন্দর পদ্য। শুভকামনা কবি মি. ভাণ্ডারী। :)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। আপনার সুস্বাস্থ্য কামনা করি।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম। প্রিয়কবিকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।