বুকে মৃণ্ময়ী ঘ্রাণ

ধরে নিলাম আমাকে ভুলেছ তুমি
কিন্তু, তোমার পদ্মভাসা নয়ন কি করে ভুলবে আমায়
যার অতলে বপিত আমার আজন্ম লালিত স্বপন, আর
অজস্র বিনিদ্র রজনীর কবিতার প্রহরে অশ্রুমিত মদিরা চুম্বন!
সে কি ভুলতে পারবে?
জোনাকির মত প্রজ্বলিত সোনালী স্তন , শঙ্খহার
যেখানে স্পর্ধিত প্রজাপতির অবাধ বিচরণ-
জেগে ছিলো নিত্য দিনের অনিবার্য স্পন্দন; সুর ঝংকার।

ধরে নিলাম তোমার মনে আর কোন স্থান নাই আমার,
কিন্তু অজর ধারার শ্রাবণ দিনে
বর্ষণ মুখর নির্জন প্রহরে হিজলের বনে সঙ্গোপন …আলিঙ্গন
অবিরাম চুমিয়েছিলাম তিলোত্তমা ঠোঁটে ছিল ঘামের জোয়ার।
মাঘী পূর্ণিমার রাতে
হাড় কাঁপানো শীতে বুনে ছিলাম মুঠো ধান- বুকে মৃণ্ময়ী ঘ্রাণ;
আজো তো শিশির শব্দে ঘুম ভাঙ্গে রোজ প্রভাতে
যার সঙ্গে নামি আমি ভিজিয়ে দিই রাঙা উঠান।

দা উ দু ল ই স লা ম।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

14 thoughts on “বুকে মৃণ্ময়ী ঘ্রাণ

  1. দাউদ ভাই। আপনার প্রত্যেকটি কবিতায় আমার বিমুগ্ধতা থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. বর্ষণ মুখর নির্জন প্রহরে হিজলের বনে সঙ্গোপন …আলিঙ্গন
    অবিরাম চুমিয়েছিলাম তিলোত্তমা ঠোঁটে ছিল ঘামের জোয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. সুন্দর সুন্দর লেখা নিয়ে এক সময় আপনি খুবই নিয়মিত ছিলেন। খুবি সুন্দর লাগে আপনার লেখা। দুঃখের যে, এখন সময় দেন না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সালাম জানিবেন কবি সাজিয়া আফরিন

      আসলে আপনি ঠিকই বলেছেন এক সময় খুব সময় দিতাম কারণ হাতে প্রচুর সময় ছিলো, খুব দায়ীত্ব নিয়ে ব্লগিং করতাম

      শব্দনীড়ের ভাঙাগড়া খেলায় অনেক টা হোচট , তারপর নিজের পেট পিঠের দায় তো আছেই…
      তবু স্বীকার করছি ইচ্ছে করলে উপায় হয়। চেষ্টা করবো।

       শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিবেন।

  4. অজস্র বিনিদ্র রজনীর কবিতার প্রহরে অশ্রুমিত মদিরা চুম্বন! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।