অগ্রহায়ণের গান

অগ্রহায়ণে আজ দোদুল্য প্রাণ,
বাতাসে নতুন ধানের ঘ্রাণ ।
ছুটলো ছুটে মন যে মোর,
রাত্রি শেষে নতুন ভোর।

দূর্বা সাজে হিম বাহারে,
সেই স্পর্শে ফুল প্রকাশে।
আবছায়ার এক ঘোরের মাঝে,
জুঁই কলিরা নিত্য হাসে।

এক ছুটে ধায় কাঠ বিড়ালী,
সাতসকালে গুড় পাটালি!
শীতসকালে ঘুমের ঘোর,
লেপ বালিশের মিষ্টি আদর।

ভাবনা কেবলি স্বপ্নে ছোটে,
পিঠার গন্ধে হাসি ফোটে!
প্রভাত কালে আলো বিকাশে
মেঘ কুয়াশা যায় দুর দেশে।।

18 thoughts on “অগ্রহায়ণের গান

  1. প্রকৃতির কবিতা আমার কাছে সব সময়ই দারুণ লাগে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আহা !! ইট পাথরের দেয়ালে থাকতে থাকতে গ্রামের কথা মনে পড়লে মন বিষণ্ন হয়ে যায়। :(

  3. ভাবনা কেবলি স্বপ্নে ছোটে, পিঠার গন্ধে হাসি ফোটে!
    প্রভাত কালে আলো বিকাশে মেঘ কুয়াশা যায় দুর দেশে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।