সমকাল
এই প্রজন্মের সাথে সখ্য হউক
পরের প্রজন্মের জন্য লিখে যাবো
অমর গাথা তেমন ইচ্ছে নেই
বর্তমান আমাকে পড়ুক, কাল কে
পড়ল জানা হবে না
কালকের জন্য আহাজারি অহেতুক
আমার পায়ের ছাপ একটু পরেই
মুছে যাবে, নতুন জুতায় মসৃণ
পথ অন্য কেউ মাড়াবে
এখনকার কেউ পায়ের ছাপ
ধরে পৌঁছাক, জলজ্যান্ত আমাকে
আবিষ্কার করে উদ্বেলিত হউক
মৃতের কফিনে কান্না লালায়িত করে না
জীবিত কেউ আমাকে ছুঁয়ে যাক
বর্তমানের গলায় পড়িয়ে দেই
ভালোবাসার মালা, জানাই
বোধে আসন গেড়েছে
তাকে জানাই
পাঠ করি প্রিয়তার মতো, তাকে পাঠে
রূপান্তরিত হই, তাকে জানাই
মানুষের রূপান্তরে তার
ভুমিকা অপরিসীম
অসাধারণ একটি কবিতা। আমি এই লিখাকে কবিতা বলতে চাই।
অনবদ্য কাব্য শৈলী!
লেখনি পাঠে খুব ভাল লাগলো।
অসাধারণ এবং সুন্দর লাগলো কবিতাটি।
ভালোবাসা কবি আবু মকসুদ ভাই।
সুন্দর কবিতা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
ভালো মানের কবিতা। অভিনন্দন কবি আবু মকসুদ ভাই।